গত ১৪ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ শুক্রবার সকাল ১০টায় তেলিহারা মহিউদ্দিন আলিম মাদ্রাসার ছাত্র সাকিব হাসান বন্ধুদের সঙ্গে মাদ্রাসার মাঠে ক্রিকেট খেলছিল। কয়েক দিন পরেই দেশবাপী ক্রিকেট ট্যালেন হান্ট” কার্যক্রম (২০১৯-২০) প্রথম পর্ব বগুড়া জেলার হয়ে রাজশাহীতে খেলার কথা ছিল।তারই প্রস্তুতি চলছিল।১৪ বছরের তরুণ ক্রিকেটার সাকিব হাসান প্রতিভা দিয়ে নজর কেড়েছিলেন।বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাকিব হাসান (১৪) সে তেলিহারা মহিউদ্দিন আলিম মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র খেলার অনুশীলন করার সময় ব্যাটিং করলে নির্মানাধীন মাদ্রাসার ছাদে বল চলে যায়।বলটি ছাদে আনতে গেলে ছাঁদের সংলগ্ন থাকা হাই ভোল্টেজ বিদুৎ তারের সাথে তার মাথা লাগে এবং গুরুতর অসুস্থ হয়।বগুড়া শজিমেক হাসপাতালে নিলে মৃত্যুর কোলে ঢলে পড়েন সে।তার পরিবারের ও বন্ধুদের সাথে কথা বললে তারা জানান, সে ছাত্র হিসাবে মেধাবী ও খেলোয়াড় হিসেবেও ছিল ভালো।তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়,স্বজন ও গ্রামবাসী গভীরভাবে শোকাহত।গত ১৫ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ শনিবার সকাল ১১টায় তেলিহারা মহিউদ্দিন আলিম মাদ্রাসা মাঠে মৃতের নানা মোয়াজ্জেম এর ইমামতিতে জানাযার নামায অনুষ্ঠিত হয়।
এদিকে তরুন প্রতিভামান সাকিবের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রাইভেট ডিটেকটিভ/১৬ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল