October 8, 2024, 12:47 pm

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়েবার (জামাত-উদ-দাওয়া) মূল নেতা হাফিজ সাঈদকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

হাফিজ সাঈদ। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়েবার (জামাত-উদ-দাওয়া) মূল নেতা হাফিজ সাঈদকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি সন্ত্রাস বিরোধী আদালত। জঙ্গিদের অর্থের মাধ্যমে মদতের অপরাধে এ শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে তার আইনজীবী। বিষয়টি গণমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে আইনজীবী ইমরান গিল।তিনি জানান, অবৈধ অর্থের সঙ্গে জড়িত থাকার জন্য পাঁচ বছর এবং অননুমোদিত সংগঠনের সদস্য থাকার জন্য আরও ছয় মাসের জেল দেওয়া হয়েছে।সন্ত্রাসমূলক কাজে অর্থের জোগান দেওয়ার অভিযোগে দেশের একাধিক প্রান্তে সাঈদসহ তার সহযোগী অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার এ সিদ্ধান্ত জানিয়েছে ইসলামাবাদ। গত বছর ডিসেম্বরে সন্ত্রাসবাদের অর্থায়নের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল জঙ্গি নেতা সাঈদকে।অভিযোগে বলা হয়, তারা বিভিন্ন সংস্থা খুলে টাকা তুলতো। আর সেই টাকা ব্যবহার করতো নানা রকম সন্ত্রাসবাদী কাজে। পাকিস্তানের বিশেষ প্রসিদ্ধ আল-আনফাল ট্রাস্ট, দাওয়াত উল ইরসাদ সহ নানান নামের সংস্থা খুলে টাকা তোলা হচ্ছিল বলেও জানানো হয়।২০০৮ সালে ভারতের মুম্বাইতে হামলার জন্য অভিযুক্ত হাফিজ সাঈদকে গৃহবন্দি করে পাকিস্তান। মুম্বাইতে সে হামলায় ১৬৬জন নিহত হয়েছিল।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর