September 8, 2024, 7:59 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

গির্জার ফাদারকে অপহরণ: ছাত্রলীগ নেতা সৌরভ বহিষ্কার

 গির্জার ফাদারকে অপহরণ: ছাত্রলীগ নেতা সৌরভ বহিষ্কার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার একটি গির্জার ফাদারকে অপহরণের মামলায় গ্রেফতার টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামস কবির সৌরভকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্ততিতে এ কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়- ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে’ সৌরভকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল। ঢাকার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালের ফাদার শিশির গ্যাগারিওকে অপহরণে জড়িত অভিযোগে সোমবার রাতে টঙ্গীর মরকুন এলাকার গোলাম কবিরের ছেলে সৌরভকে (২৫) টঙ্গীর পাগার এলাকা থেকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় ফাদার শিশির চারজনকে আসামি করে টঙ্গী মডেল থানায় মামলা দায়ের করেন বলে টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান। গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ বলেন, টঙ্গী কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি কাজী মনজুর এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সংগঠনের শৃঙ্খলা ও নিয়ম ভঙ্গের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৌভরকে বহিষ্কারের জন্য সংগঠনর কেন্দ্রীয় নেতাদের কাছে সুপারিশ করেন। গত বুধবার রাতে তাকে বহিষ্কারের চিঠি সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয় জানান তিনি। এদিকে, শামস কবির সৌরভকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের দিনের রিমান্ডে চায় পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান জানান, মঙ্গলবার সৌরভকে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ৮ অক্টোবর শুনানির তারিখ রাখেন। ঢাকার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালের ফাদার শিশির গ্যাগারিওকে অপহরণে জড়িত অভিযোগে সোমবার রাতে টঙ্গীর মরকুন এলাকার গোলাম কবিরের ছেলে সৌরভকে (২৫) টঙ্গীর পাগার এলাকা থেকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় ফাদার শিশির চারজনকে আসামি করে টঙ্গী মডেল থানায় মামলা দায়ের করেন বলে টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান। মামলার বরাত দিয়ে পরিদর্শক হাসানুজ্জামান জানান, সোমবার দুপুরে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে ফাদার শিশিরের ফোন করে বলা বলা হয়, তার বোন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন, তিনি আছেন টঙ্গীর পাগাড় ফকির মার্কেটে। তার অবস্থা ভালো নয়, ফাদার শিশির যেন দ্রুত চলে আসেন। এরপর কাউকে কিছু না জানিয়ে সেময় মোটরসাইকেলে করে শিশির টঙ্গীর দিকে রওনা হন।বিকাল ৩টায় ফকির মার্কেটে পৌঁছে যে ব্যক্তি তাকে ফোন করেছিলেন তার সঙ্গে দেখা করেন এবং তার বোন কোথায় রয়েছে তা জানতে চান। ফাদার শিশির টঙ্গী গেলে ওই ব্যক্তি তাকে বোনের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ফকির মার্কেটের কাছে একটি ঘরে নিয়ে যায়। সেখানে আগে থেকে আরও চারজন অপেক্ষায় ছিল। পরে তারা শিশিরকে ওই ঘরে আটকে রেখে তার মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, হাতঘড়ি, সঙ্গে থাকা ১৩০০ টাকা লুট করে। এরপর শিশিরের কাছ থেকে আরও তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এক পর্যায়ে শিশির কৌশলে ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ‘অপহরণকারীরা’ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সৌরভকে আটক পুলিশে দেয় স্থানীয়রা। হাসানুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ তার সহযোগী হিসেবে জয়নাল (২৭), জেমস (২৫) ও হাসানের (২৬) নাম বলেছেন। তাদেরও এ মামলায় আসামি করা হয়েছে। তবে সৌরভ তার সহযোগীদের পুরো ঠিকানা প্রকাশ করেননি। সৌরভকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানা যাবে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি। গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ জানিয়েছেন, সৌরভকে সংগঠন থেকে বহিষ্কারের জন্য ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠিয়েছেন তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর