রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
বুধবার ২৯ জানুয়ারি ২০২০ ইং তারিখ সকাল সাড়ে ৮ ঘটিকা হতে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি), রাজশাহী’র তত্ত্বাবধানে পরিচালিত শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।উক্ত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার, বিজিবি রাজশাহীর অধিনায়ক ব্যাটালিয়ন (১ বিজিবি), রাজশাহী, চেয়ারম্যান রাজশাহী শিক্ষাবোর্ড, সেক্টর ও ব্যাটালিয়নের অন্যান্য অফিসার্স, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র/ছাত্রী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ জানুয়ারি ২০২০/ইকবাল