কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ
ফরিদপুরের চাঁদপুর ইউনিয়নের বঙ্গেশ্বরদী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫.০১.২০) সকাল ৯টায় বিদ্যালয় মাঠে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন বঙ্গেশ্বরদী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশনের পরিচালক মো. খায়ের মিয়া।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবা আক্তার, চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ হাই মিয়া, সাধারণ সম্পাদক ত. ম. মাসুদ পারভেজ, দাতা সদস্য ও হায়াসিন্থ ফেব্রিক্স লিঃ এর পরিচালক মোঃ ফিরোজ আহম্মেদ, অভিভাবক সদস্য মোঃ তৈয়বুর রহমান, বিউটি গুহ রায় প্রমুখ। ক্রীড়া অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মল্লিক।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ জানুয়ারি ২০২০/ইকবাল