September 18, 2024, 7:30 am

সংবাদ শিরোনাম

রাজধানীতে শিশু পাচারে জড়িত থাকার অভিযোগে আটক ১

রাজধানীতে শিশু পাচারে জড়িত থাকার অভিযোগে আটক ১

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

শিশু পাচারে জড়িত থাকার অভিযোগে রাজধানীর গুলিস্তান থেকে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক সাহাবুদ্দিন সেলিমের বিরুদ্ধে বিদেশে শিশু পাচারসহ বিভিন্ন শিশুকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে। গত বুধবার মধ্যরাতে গুলিস্তানের একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছিল। এবার গুলিস্তানের ওই হোটেলে সেলিম রয়েছে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেলিম গত এক বছরে ছয়বার মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গেছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা জসিম বলেন, এ সময়ে তিনি পাঁচটি শিশুকে ওমানে পাচার করেছে বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এ ছাড়া শিশু অপহরণ করে মুক্তিপণ আদায় করা একটি চক্রের অন্যতম প্রধান তিনি। র‌্যাবের কাছে এই চক্রের শিকার ১৭টি শিশুর বিষয়ে তথ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, এই চক্রটিই পাঁচটি শিশু ওমানে পাচার করা ছাড়াও এক বছরে নয়টি শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে। এছাড়া মুক্তিপণ না পাওয়ায় দুই শিশুকে কাঁচপুর ব্রিজ থেকে নিচে ফেলে হত্যা করেছে। আর একটি শিশুর বিষয়ে কোনো হদিস নেই। ওমানে পাচার করার ক্ষেত্রে সেলিম নারীদের ব্যবহার করে থাকে বলে জানান সিনিয়র এএসপি জসিম। এসব নারীরা নিজেদের সন্তান বানিয়ে তাদের ওমানে নিয়ে যায়। সেলিম পরিকল্পনা অনুযায়ী আগে থেকে সেখানে অবস্থান করে নারীদের কাছ থেকে ওই শিশুদের গ্রহণ করে। পরে নির্ধারিত এজেন্টের কাছে মোটা অঙ্কের বিনিময় শিশুদের হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন সেলিম এসব ঘটনা স্বীকার করেছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা জসিম উদ্দীন বলেন, এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর