January 12, 2025, 2:10 pm

সেরার আরও কাছে স্মিথ

সেরার আরও কাছে স্মিথ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সর্বকালের দ্বিতীয় সেরা অবস্থানে উঠেছিলেন আগের টেস্ট শেষেই। এবার সর্বকালের সেরা রেটিং পয়েন্ট অর্জনের আরও কাছে এগোলেন স্টিভেন স্মিথ। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের রাঙ্কিংয়ে ডন ব্র্যাডম্যানের রেটিং পয়েন্টের রেকর্ড থেকে স্মিথ এখন মাত্র ১৪ পয়েন্ট দূরে।

চলতি অ্যাশেজের সদ্য সমাপ্ত মেলবোর্ন টেস্টের দুই ইনিংসে স্মিথ করেছেন ৭৬ ও অপরাজিত ১০২ রান। দুই ইনিংসের পারফরম্যান্স তাকে এনে দিয়েছে দুটি রেটিং পয়েন্ট। অস্ট্রেলিয়ান অধিনায়কের রেটিং পয়েন্ট এখন ৯৪৭।

৯৬১ রেটিং পয়েন্ট নিয়ে সর্বকালের সেরা রেটিংয়ের রেকর্ড ব্র্যাডম্যানের।

আগের টেস্টেই পার্থে ২৩৯ রানের ইনিংস খেলে স্মিথ উঠেছিলেন সর্বকালের দ্বিতীয় সেরা রেটিংয়ে। ৯৪৫ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে দুইয়ে ছিলেন লেন হাটনের সঙ্গে। ইংলিশ কিংবদন্তিকে পেছনে ফেলে স্মিথ এখন একক ভাবে সর্বকালের সেরা দুইয়ে।

মেলবোর্ন টেস্টেই ২৪৪ রানের রেকর্ড গড়া ইনিংস খেলে অ্যালেস্টার কুক বছর শেষ করলেন সেরা দশে ঢুকে। ৯ ধাপ এগিয়ে ইংলিশ ওপেনার উঠেছেন আটে।

একই টেস্টে একমাত্র ইনিংসে ৬১ রান করে জো রুট এগিয়েছেন এক ধাপ। ইংলিশ অধিনায়ক বছর শেষ করছেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে যৌথভাবে চারে থেকে।

দুই ও তিনে আগের মতোই বিরাট কোহলি ও চেতেশ্বর পুজারা।

১০৩ ও ৮৬ রান করে ডেভিড ওয়ার্নার পেয়েছেন ৩০ রেটিং পয়েন্ট। তবে অবস্থান আগের মতোই ছয়ে।

বোলারদের শীর্ষ নয়ে কোনো পরিবর্তন নেই। তিন ধাপ এগিয়ে দশে উঠেছেন মর্নে মর্কেল। জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার নিয়েছিলেন ৫ উইকেট।

ছয় নম্বরে থেকে বছর শুরু করা জেমস অ্যান্ডারসন বছর শেষ করলেন শীর্ষে থেকে। বছরের শুরুতে তার রেটিং পয়েন্ট ছিল ৮১০, বছর শেষে ৮৯২।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আরও একটি বছর শীর্ষে থেকে শেষ করলেন সাকিব আল হাসান।

Share Button

     এ জাতীয় আরো খবর