নানা জল্পনা কল্পনার ভেতর দিয়ে এগোচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচন। আয়োজকদের বিরুদ্ধে বিচারকের রায় অগ্রাহ্য করা ছাড়াও সর্বশেষ নির্বাচিত জান্নাতুল নাঈম এভ্রিলের বিয়ের খবর ফাঁস হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচিত হয়েছে ঘটনাটি। এমন পরিস্থিতিতে নতুন করে মুকুট নিয়ে ভাবছেন আয়োজকরা।
আয়োজক প্রতিষ্ঠান অন্তর শো বিজের পক্ষ থেকে বুধবার বিকেল চারটায় রাজধানীর ওয়েস্টইন হোটেলে আয়োজন করা হয়েছে পুরস্কার প্রদান অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন। গুঞ্জন উঠেছে, মুকুটজয়ী এভ্রিল বাদ যেতে পারেন প্রতিযোগিতা থেকে। তার মুকুট দেওয়া হতে পারে ফার্স্ট রানার আপ জেসিয়া ইসলাম অথবা জান্নাতুল সুমাইয়া হিমিকে।
এদিকে, মঙ্গলবার দুপুরে নিজের অতিতের কথা স্বীকার করে ফেইসবুক লাইভে উপস্থিত হন মুকুট জয়ী জান্নাতুল নাঈম এভ্রিল। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি তার অতীতের কথা জানিয়ে নিজেকে প্রতিযোগিতার জন্য বৈধ দাবি করেন তিনি। পিতার দেওয়া ১৬ বছর বয়েসের বিয়ে বাংলাদেশে আইনত সিদ্ধ নয় এমন মন্তব্য করেন এভ্রিল।
সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এভ্রিল দিনভর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে নিজেকে ব্যস্ত রেখেছেন। রাতে আলাপকালে এভ্রিল বলেন, “ দেখুন, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, আমার কাছ থেকে মুকুট নিয়ে নেওয়া হবে কি না আমাকে এখনও কিছু জানানো হয়নি। আমি মনে করি না যে আমার বিয়ে হয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী এটা বিয়ে না। তারপরও ওনারা যে সিদ্ধান্ত নেবেন সেটা আমি মেনে নিবো।”