January 10, 2025, 11:20 pm

সংবাদ শিরোনাম
জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায়

ঝিকরগাছার বল্লাতে (৫ম) তম ফুটবল খেলা অনুষ্ঠিত ; জয়ী মাটশিয়া ফুটবল একাদশ

বিল্লাল হুসাইন,যশোর জেলা ব্যুরো প্রধানঃ

যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা প্রাইমারি স্কুল মাঠে  আজ (১৬ নভেম্বর) ১৬ দলীয় শেখ রাসেল ফুটবল টুনামেন্টের আয়োজন করা হয়।  উক্ত শেখ রাসেল ফুটবল টুনামেন্টে (৫ম) তম ম্যাচে, হাজিরবাগ ইউনিয়ন ফুটবল একাদশ (বনাম) মাটশিয়া ফুটবল একাদশের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয়।খেলার প্রথম অর্ধের ( ৯ মিনিটের) মাথায় হাজিরবাগ ইউনিয়নের (১০)  নাম্বার জারছি ধারি প্লেয়ার আশরাফুল গোলকরে দলকে এগিয়ে নিয়ে যায়। ম্যাচের (২১ মিনিটের) মাথায় মাটশিয়া একাদশের (৩) নাম্বার জারছি ধারি প্লেয়ার আব্দুর রহমানের গোলে সমতা ফেরাতে সক্ষম হয় মাটশিয়া একাদশ (২য়) অর্ধে এসে (৫ মিনিটের ) মাথায় এসে আবারও গোল করতে সক্ষম হয় হাজিরবাগ ইউনিয়নের (৯) নাম্বার জারছি ধারি প্লেয়ার… বাবু শেখ।শেখ রাসেল ফুটবল টুনামেন্টটি ম্যাচের শেষ অর্ধে এসে আবারও  সমতা ফেরাতে সক্ষম হন  মাটশিয়া ফুটবল একাদশের (৬) নাম্বার জারছি ধারি প্লেয়ার… নয়ন  (২–২) গোল স্কোরে ম্যাচ শেষে সরাসরি টাইবেকারে (৪–৫)  গোলে মাটশিয়া ফুটবল একাদশ জয় লাভ করে আজকের খেলার ম্যান অপ দ্যা ম্যাচ হয়।    মাটশিয়া একাদশের গোল রক্ষক জাকারিয়া।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ নভেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর