October 9, 2024, 10:25 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

শ্রীলঙ্কায় মুসলিম ভোটারদের বাস বহরে হামলা

শ্রীলঙ্কায় মুসলিম ভোটারদের বাস বহরে হামলা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

 

শ্রীলঙ্কায় সংখ্যালঘু মুসলিম ভোটারদের বহনকারী দুটি বাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত এপ্রিলে ইস্টার সানডে-তে ভয়াবহ জঙ্গি হামলার পর আজ শনিবার দেশটিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

 

লঙ্কান পুলিশ জানিয়েছে, সকালে রাজধানী কলম্বোর তান্ত্রিমেল এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে ১০০টির বেশি বাসের বহর আটকানোর চেষ্টা করে হামলাকারীরা। এ সময় তারা এলোপাতাড়ি গুলি চালালে দুটি বাসে একাধিক গুলি লাগে।

 

বাসগুলোতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোটাররা ছিলেন জানা গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

 

এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তাছাড়া সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো গোষ্ঠীকে দায়ী করা হয়নি।

 

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, এবারের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট মাইথ্রিপালা শিরিসেনা প্রতিদ্বন্দ্বিতা করছেন না। ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সাজিথ প্রেমাদাসা ও বিরোধী দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্টের (এসএলপিপি) গোটাবায়া রাজাপাসকসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

 

ক্ষমতাসীন দলের প্রার্থী সাজিথ প্রেমাদাসা শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী রানাসিংহ প্রেমাদাসার ছেলে। সংখ্যালঘু তামিল ও মুসলিম সম্প্রদায়ের কাছে তিনি বেশ জনপ্রিয়। আর বিরোধী দলের প্রার্থী গোটাবায়ে রাজাপক্ষে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই। তিনি পাকসে সরকারের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন এবং ২০০৯ সালে তামিল ও বৌদ্ধদের মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Share Button

     এ জাতীয় আরো খবর