গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
ডিটেকটিভ নিউজ ডেস্ক
গাজীপুরের কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন। গত শুক্রবার রাতে উপজেলার দেওপাড়ায় একটি ওয়ার্কসশপে এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁন জানান। মৃত মাসুদ রানার (৪০) বাড়ি শরিয়তপুরে। তার লাশ কালীগঞ্জ থানার রয়েছে বলে জানিয়েছেন ওসি আলম। আহতদের পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি বলেন, রাত সাড়ে ৯টার দিকে দেওপাড়ার প্রাণ-আরএফএলের ওয়ার্কসশপে পিকআপ ভ্যান থেকে গ্যাস ভর্তি সিলিন্ডার নামানোর কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয় এবং তিনজন আহত হন। এ নিয়ে গাজীপুরে প্রাণ-আরএফএলের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, গাড়ি থেকে গ্যাস সিলিন্ডার নামাতে গিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজনের মত আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের ‘মৃত্যুর’ বিষয়টি নিয়ে তিনি কোনো মন্তব্য করনি। কালীগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আবদুস সাত্তার মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত চাপ লেগে গ্যাস লিক হয়ে বের হওয়ার সময় এ বিস্ফোরণ হয়েছে।
গাজীপুরে সুতার কারখানায় আগুন লেগে দুইজন দগ্ধ: গাজীপুরে একটি সুতার কারখানায় জেনারেটর বিস্ফোরিত হয়ে আগুন লেগে দুইজন দগ্ধ হয়েছেন। জেলার কালিয়াকৈর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল আলম জানান, মৌচাক এলাকায় বেলকুচি স্পিনিং মিলে গত শুক্রবার রাত ৯টার দিকে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। আহতরা হলেন – কারখানার সহকারী প্রকৌশলী মো. হানিফ মিয়া (২২) ও তার সহকারী মো. সাইফুল ইসলাম (৩০)। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কবিরুল বলেন, জেনারেটর বিস্ফোরিত হয়ে আগুন ধরে দ্রুত জেনারেটর কক্ষে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে জেনারেটর কক্ষে থাকা সাইফুল ও হানিফ দগ্ধ হন। আর জেনারেটরটি ক্ষতিগ্রস্ত হয়। দগ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। কারখানার চিকিৎসক মো. সিরাজুল ইসলাম বলেন, সাইফুলের শরীরের প্রায় ২৫ শতাংশ আর হানিফের ২৩ শতাংশ পুড়ে গেছে।