October 9, 2024, 2:25 pm

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

পাল্টাপাল্টি হামলায় ভারতের ৯, পাকিস্তানে ৭ জন নিহত

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

প্রতীকী ছবি

সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর চিরপ্রতিদ্বন্দী ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রোববার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির ও পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরে এ হামলার ঘটনায় ৯ ভারতীয় ও ৭ পাকিস্তানি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, রোববার সকালে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কুপওয়ারা সীমান্তে তাঙধর সেক্টরের কাছে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে চালানো এ হামলায় দুই ভারতীয় সেনা এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়। এরপরই পাক অধিকৃত আজাদ কাশ্মিরে নিলাম ঘাট উপত্যকায় ঢুকে সন্ত্রাসীদের অন্তত চারটি ঘাঁটি ও আস্তানায় পাল্টা হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী।ভারতীয় আরেক সংবাদমাধ্যম এএনআই জানায়, পাকিস্তান সীমান্তে ঢুকে ভারতীয় সেনাদের চালানো এ হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এ সময় পাক সেনাবাহিনীর চার থেকে পাঁচ সদস্য এবং জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বা ও জায়েশ-ই-মোহাম্মদের অনেক সদস্য হতাহত হয়েছে।এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, পাক অধিকৃত আজাদ কাশ্মিরে সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনারা নির্বিচারে হামলা চালিয়েছে। এতে পাকিস্তানের অন্তত ছয় বেসামরিক নাগরিক এবং এক সেনা নিহত হয়েছে।পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক টুইট বার্তায় জানায়, পাকিস্তান সীমান্তের জুরা, নওসেরি ও শাহকোট সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাদের হামলা চালানোর পাল্টা জবাব দিয়েছে পাক সেনাবাহিনী। এতে ৯ ভারতীয় সেনা নিহত এবং আহত হয়েছে আরো বেশ কয়েকজন। এ সময় ভারতের দুটি বাঙ্কারও ধ্বংস করা হয়।উল্লেখ্য, চলতি বছরের গত বছরের ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রি জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা কেড়ে নেয় বিজেপি সরকার। পাশাপাশি লাদাখ ও জম্মু-কাশ্মিরকে আলাদা আলাদা দুটি কেন্দ্র শাসিত রাজ্য হিসেবে ঘোষনা দেয়া হয়। এ নিয়ে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের তুমুল উত্তেজনা চলছে। এর মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।

Share Button

     এ জাতীয় আরো খবর