June 30, 2024, 12:48 pm

সংবাদ শিরোনাম
চিলমারীতে আবারও শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মোবাইল যুগে প্রবেশের জন্য বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩ রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী গোয়াইনঘাটে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ কুড়িগ্রামের ভুরুমারীতে ভিনদেশী রঙের দুই সন্তানকে নিয়ে দুঃশ্চিন্তায় বাবা মা নরসিংদীর চাঞ্চল্যকর কান্তা হত্যার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুনকে গ্রেফতার করলো রৌমারী থানা পুলিশ পটুয়াখালীতে ১ হাজার ২’শত কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

জীবিত থাকলে বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি হতে পারতো শেখ রাসেল: তথ্য প্রতিমন্ত্রী

জীবিত থাকলে বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি হতে পারতো শেখ রাসেল: তথ্য প্রতিমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেছেন, আজ শেখ রাসেল জীবিত থাকলে বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি হতে পারতো। খুনিরা বঙ্গবন্ধুর সঙ্গে শিশু রাসেলকেও নির্মমভাবে হত্যা করে। শেখ রাসেলের জন্মদিনের এই অনুষ্ঠান থেকে আমাদের শপথ নিতে বঙ্গবন্ধুর পালাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার। এই দাবিকে আজ জোরালো করে তুলতে হবে। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মুরাদ হাসান বলেন, ৭৫ এর এই জঘন্য হত্যাকাণ্ড পৃথিবীর মানুষ আর দেখেনি। বিশ্বে অনেক রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর মত সপরিবারে কাউকে করা হয়নি। এই হত্যাকাণ্ড থেকে শিশু রাসেলও রক্ষা পায়নি। আজ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ আমাদের শপথ নিতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করব। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি নাট্য অভিনেত্রী ফাল্গুনী হামিদ এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সংগঠনের কেন্দ্রীয় নেতা এইচএম রানা, কবি মোশাররফ হোসেন, আওয়ামী লীগ নেতা এমএ করিম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর শেখ রাসেলের জন্মদিনের কেক কাঁটা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর