January 12, 2025, 10:03 am

মর্কেলের ছোবল…!

মর্কেলের ছোবল…!

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চার দিনের টেস্টের শুরুতে দাপট দেখিয়েছেন বোলাররা। তার মাঝেই ঝকঝকে এক সেঞ্চুরি করেছেন এইডেন মারক্রাম। শেষ বেলায় ব্যাট করতে নেমে মর্নে মর্কেলের ছোবলে একমাত্র টেস্টে চাপে পড়েছে জিম্বাবুয়ে।

প্রথম দিনের খেলা শেষে জিম্বাবুয়ের স্কোর ৪ উইকেটে ৩০ রান। অভিষিক্ত রায়ান ব্রুল ১৫ ও নাইটওয়াচম্যান কাইল জার্ভিস ৪ রানে অপরাজিত।

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে প্রথম দিনের শেষ ঘণ্টায় ব্যাট করতে নেমে প্রথম বলে হ্যামিল্টন মাসাকাদাকজকে হারায় জিম্বাবুয়ে। সপ্তম ওভারে আরেক ওপেনার চামু চিবাবাকেও ফিরিয়ে দেন মর্কেল।

নিয়মিত অধিনায়ক ফাফ দু প্লেসির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। ব্যাটিংয়ের সময় কুইন্টন ডি কক হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া কিপিংও করতে হচ্ছে তাকে। মর্কেলের বলে ব্রেন্ডন টেইলরের সহজ ক্যাচ গ্লাভসে নেন তিনি।

দক্ষিণ আফ্রিকার নতুন বলের আরেক বোলার ভার্নন ফিল্যান্ডার বিদায় করেন ক্রেইগ আরভিনকে। দিনের বাকি সময়টা জার্ভিসকে নিয়ে কাটিয়ে দেন ব্রুল। দ্বিতীয় দিন তাদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

২০ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার চোট কাটিয়ে ফেরা মর্কেল।

টস জিতে ব্যাট করতে নেমে গোলাপী বলে ভালো শুরু পায় দক্ষিণ আফ্রিকার। শুরুর জুটি তুলে ৭২ রান। এরপরই ৫ রানের মধ্যে ডিন এলগার ও হাশিম আমলাকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকেরা।

এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ৯৬ ও টেম্বা বাভুমার সঙ্গে ৭৮ রানের দুটি জুটিতে দলকে কক্ষপথেই রাখেন মারক্রাম। তৃতীয় টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি ছোঁয়ার পর এই ওপেনার ফিরলে দিক হারায় দক্ষিণ আফ্রিকা।

জার্ভিসের বলে টেইলরের গ্লাভসে ধরা পড়ে শেষ হয় মারক্রামের ইনিংস। ২০৪ বলে ১৪টি চার ও দুটি ছক্কায় তিনি করেন ১২৫ রান। তার আগেই ফিফটি ছুঁয়ে বিদায় নেন ডি ভিলিয়ার্স।

ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় স্বাভাবিক ব্যাটিং করতে পারছিলেন না ডি কক। গ্রায়েম ক্রেমারকে সুইপ করতে গিয়ে লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে ফিরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৫টি চারে ৪৪ রান করে বিদায় নেন বাভুমা।

শেষের দিকে ১১ রান যোগ করতে ৪ উইকেট হারালে ৯ উইকেটে ৩০৯ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

জিম্বাবুয়ের জার্ভিস ও ক্রিস পোফু নেন তিনটি করে উইকেট। লেগ স্পিনার ক্রেমারের শিকার দুটি।

গোলাপী বলে কৃত্রিম আলোয় ব্যাটিং ছিল ভীষণ কঠিন। দিনের শেষ সেশনে দুই দল মিলিয়ে ৮৮ রান তুলতে হারিয়েছে ৯ উইকেট।

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৭৮.৩ ওভারে ৩০৯/৯ ডিক্লে (এলগার ৩১, মারক্রাম ১২৫, আমলা ৩, ডি ভিলিয়ার্স ৫৩, বাভুমা ৪৪, ডি কক ২৪, ফিল্যান্ডার ১০, ফেলুকওয়ায়ো ৪*, রাবাদা ১, মহারাজ ৫; জার্ভিস ৩/৫৭, মুজারাবানি ০/৪৮, পোফু ৩/৫৮, চিবাবা ০/৫১, ক্রেমার ২/৬৬, রাজা ০/২৫)

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৬ ওভারে ৩০/৪ (মাসাকাদজা ০, চিবাবা ৭, আরভিন ৪, টেইলর ০, ব্রুল ১৫*, জার্ভিস ৪*; মর্কেল ৩/২০, ফিল্যান্ডার ১/৫, রাবাদা ০/৪)

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর