January 15, 2025, 10:04 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোয়ালমারীতে ট্রেন ও ইঞ্জিন চালিত ভ্যানের সঙ্গে সংর্ঘষ আহত ৯

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে ঃ

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আমগ্রাম রেলক্রসিং-এ মঙ্গলবার (১৭.০৯.১৯) দুপুর ১টায় রাজবাড়ি-ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ইঞ্জিন চালিত গ্রামবাংলা-ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়েছে। এতে ভ্যান চালকসহ আহত হয়েছে ৯জন। তাদের মধ্যে গুরুত্বর আহত ৭জনকে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।প্রতক্ষ্যদর্শী ও বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বোয়ালমারী থেকে দাদপুর ইউনিয়নের চিতারবাজারগামী ইঞ্জিনচালিত গ্রামবাংলা-ভ্যানটি আমগ্রাম দাসেরবাড়ি মোড়ে রেলসড়ক পার হওয়ার সময় রেললাইনের উপর উঠে পড়লে ভাটিয়াপাড়াগামী রাজবাড়ি-ভাটিয়াপাড়া এক্সপ্রেসটি ভ্যানটিকে ধাকা দেয়। এ সময় ভ্যানটি ধুমরে মুচরে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে আহত হয় আলতাফ (৪২), ভ্যান চালক ইজার আলী (৩২), আবজাল (৪০), স্বজনী (২২), অন্তরা (১৮), তাপস বিশ্বাস (৪৫), তন্ময় (১৬)। অন্যদের নাম পরিচয় জানা যায়নি।বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোরশেদ আলম বলেন, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।বোয়ালমারী রেল স্টেশনের বুকিং সহকারী দেলোয়ার হোসেন জানান, দূর্ঘটনা স্থলের সড়কটি অনুমোদিত রেল-ক্রসিং। এই ধরনের রেল ক্রসিং পার হওয়ার সময় পথচারিদের নিজ দ্বায়িত্বে পারাপার হওয়ার কথা।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর