July 27, 2024, 2:22 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সিলেট পল্লী বিদ্যু-২ এর ভেলকিবাজি,কোন ঘোষণা ছাড়া বিদ্যু থাকেনা রোজ ১৫/১৬ ঘন্টা

এম,এম,রুহেল,জৈন্তাপুরঃ

তীব্র খরা আর প্রখর তাপদাহে গ্রাম- গঞ্জের কৃষকদের যেন জানে পানি নেই। এদের মধ্যে শিশু, নারী  রোগি  গরমে ছটফট করছে। তীব্র খরায় জনমানুষের পাশাপাশি গৃহপালিত পশু পাখিরা পর্যন্ত হাফিয়ে উঠেছে। সারাদিন কাজ কর্ম শেষ করে একটু বিশ্রাম নিতে যাবেন ঠিক তখনই বিদ্যুত চলে যায়। গভীর রাত পযর্ন্ত  বিদ্যুত থাকেনা। হঠাৎ একটু বিদ্যুতের দেখা মিললেও পরক্ষণেই আবার চলে যায়। ডিজিট্যাল দেশে ডিজিট্যাল ভেলকিবাজি এই দুর্ভোগের যেন শেষ নেই।   ঘনঘন লোডশেডিং এ জনজীবন অতিষ্টহয়ে উঠেছে সিলেট -২ পল্লীবিদ্যুৎ এর আওতাধীন  এলাকার মানুষ। বছরের প্রত্যেক দিন লোডশেডিং জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সকাল হতে সন্ধা পর্যন্ত একটা নেই বিদ্যুৎআবার রাতে উপজেলায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের কারনে বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রহকরা অতিষ্ট হয়ে পড়েছে। বিশেষ করে বিদ্যুৎ চালিত কলকার খানা ও কৃষি জমিতে সেচ প্রকল্পের ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে  বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠান গুলো ব্যাপকভাবে লোকসানে পড়ার সম্ভাবনা। গত কয়েক দিনে বয়লার ফার্মের নেছার মিয়ার ২ শত মুরগী বিদৎু  এর লোডসেডিং এ মারা যায়। মসজিদে মসল্লিদের দুর্ভোগ ,ব্যাংক ,বীমা,ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলোতে গ্রাহকরা অতিষ্ট হয়ে পড়েছে।  বাসা বাড়িতে মোটরে পানি না উঠায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ । বিশেষ করে সরকারী ব্যাংকে চাকরি জীবিদের ভীড় লক্ষ্য করা যায় , দেখা যায় ঘন ঘন বিদ্যুৎতের অভাবে বিকল্প হিসেবে জেনারেটরের মাধ্যমে তাদের প্রয়োজনীয় কাজ করছেন। নষ্ট হচ্ছে তাদের মুল্যবান সময়। ওয়েল্ডিং কারখানা গুলোতে লোডশেডিংয়ের কারণে সময়মত কাজ ডেলিবারি দিতে না পারায় গ্রাহকদের কাছে গাল মন্দ শুনতে হচ্ছে।  লোডশেডিং যেন নিত্যদিনের রুটিন।এ ব্যাপারে উপজেলার  আঃ সোবহান বলেন  যে সময় কোমলমতি ছেলে মেয়েরা লেখা পড়ায় মগ্ন থাকার কথা কিন্তু বিদ্যুতের অভাবে তারা আড্ডায় মেতে উঠছে। বছরের শুরু থেকেই ভেলকিবাজি আর বিরামবনা লেগেই আছে।  সন্ধার পর কোন দিনই বিদ্যুৎ থাকেনা। বিদ্যুতের অভাবে ছাত্র/ছাত্রীরা প্রচন্ড গরম আর মশার অত্যাচার হতাশার মধ্যে জীবন যাপন করছে। তাই দ্রুত বিদ্যুত সমস্যার সমাধান করা না হলে  কৃষকদের এ সব এলাকার  কৃষকদের চাষাবাদের পাশাপাশি শিল্প স্থাপনা বন্ধ হয়ে যেতে পারে। এব্যাপারে সিলেট পল্লী বিদৎু- ২ এর জিএম আবু হানিফ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।সিলেট পল্লী বিদৎু_২ এর গ্রাহক অভিযোগ কেন্দ্র ফোনে কথা বললে তারা জানায় ১৫ দিন লাইনে গাছ কাটা চলছে তাই বিদ্যৎ নেই।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর