পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয় কক্ষে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য অনলাইন নিউজ পোর্টাল সাগর কন্যা’র সম্পাদ নাসির উদ্দিন বিপ্লব। এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. হাসান ও সুরাইয়া । স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মেজবাহউদ্দিন মাননু। দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের আর্থিক সহযোগিতায় এ বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়। শিক্ষার্থীদের মধ্যে সততা, নিষ্ঠা ও মূল্যবোধের চর্চার জন্য দুর্নীতি প্রতিরোধে এ সততা স্টোর চালু করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/০৯ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল