July 27, 2024, 1:58 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ডিবি পুলিশের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)’র অভিযানে ১ মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।গ্রেপ্তারকৃত: মাদক ব্যাবসায়ীর নাম: মোঃ লতিফ (৪০) পিতা- আজাহার আলী, গ্রাম- চৌধুরীপাড়া, ইউনিয়ন- মনাকষা,  থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। গত ৮ সেপ্টেম্বর ২০১৯ইং শনিবার  বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)’র একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করেন এবং মনাকষায় এই মাদক ব্যাবসায়ী লতিফের নিজ বাড়ি থেকেই তাকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)’র পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত: আসামীর বিরুদ্ধে  শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।পাশাপাশি এর সাথে আর কারো সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ডিবির পক্ষ থেকে আরো জানানো হয়, মাদক নির্মুলে এবং দেশ ও জাতির কল্যানে প্রয়োজনে ডিবি পুলিশ তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে। পাশাপাশি গোপনে ও প্রকাশ্যে ডিবি পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও এই প্রতিবেদককে জানানো হয়।

প্রাইভেট ডিটেকটিভ/০৯ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর