February 15, 2025, 12:06 am

সংবাদ শিরোনাম
বনানী ক্লাবে অনুষ্ঠিত হলো এক ভিন্ন ধরনের আড্ডা বিশ্বজুড়ে বাঙালিয়ানা এবং বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসার জয়পুরহাট ক্ষেতলালে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে জরিমানা সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনা নিহত পরিবারকে প্রশাসনের অনুদান ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু গৌরনদীতে ভাইদের দু’গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা মাদক সম্রাজ্ঞী পাপিয়ার সহযোগীর বিরুদ্ধে গাজীপুরে সংবাদ সম্মেলন জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল্লাহ সাইফ শার্শার কায়বায় প্রেমিকের প্ররোচনায় কলেজ ছাত্রীর আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়াই দাফন বান্দরবানে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, বৃদ্ধ আটক

বোয়ালমারীতে তিন প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

কামরুল সিকদার বোয়ালমারী (ফরিদপুর) থেকে ঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত তিনজন প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দিয়েছে প্রধান শিক্ষক সমিতি বোয়ালমারী উপজেলা শাখা। এছাড়া মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (০৫.০৯.১৯) উপজেলা পরিষদ হলরুমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি এমএম মোশাররফ হোসেন। প্রধান শিক্ষক সমিতির সহসভাপতি মো. আব্দুল জব্বর মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা শিক্ষা অফিসার নার্গিস জাফরী, সহকারী শিক্ষা অফিসার মো. সরওয়ার হোসেন ও মো. আজিজুর রহমান খান। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, নাদিরা বেগম ও রুমানা ইসলাম, সাংবাদিক অ্যাড কোরবান আলী, কাজী হাসান ফিরোজ, কাজী আমিনুল ইসলাম প্রমুখ। সংবর্ধনাপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ হলেন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও বনমালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. হাফিজউদ্দিন আহমেদ (মুরাদ), ডহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. সিরাজুল ইসলাম এবং গুনবহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. সিদ্দিকুর রহমান।

প্রাইভেট ডিটেকটিভ/০৬ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর