-
- অপরাধ, সারাদেশে
- তাহিরপুর সীমান্তে ইয়াবা ও মদসহ এক যুবক আটক
- আপডেট সময় September, 3, 2019, 4:14 pm
- 467 বার পড়া হয়েছে
কামাল হোসেন, তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ভারতীয় মদসহ ইকবাল হাসান(৩০) নামের এক যুবককে আটক করেছে সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি সদস্যরা। বিজিবির হাতে আটককৃত মাদক ব্যবসায়ী নেত্রকোনা জেলার কলমাকান্দার রঘুরামপুর গ্রামের মোঃ মহিম উদ্দিন মন্ডল ছেলে। সুনামগঞ্জ (২৮ বিজিবি) ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বিরেন্দ্রনগর বিওপির হাবিলদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৪/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীপুর ইউনিয়নের জংগলবাড়ী নামক স্থান থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ মাদক ব্যবসায়ী ইকবাল হাসানকে আটক করে।সুনামগঞ্জ (২৮ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ মাকসুদুল আলম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/০৩ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর