মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা- পাটুরিয়া সংযোগ মোড় সংলঙ্গ অবস্থিত এ কে ট্রেডিং নামে একটি অবৈধ সিসা কারখানা সিলগালা ও ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত ২৮ আগস্ট বুধবার সকাল ১১টা নাগাদ শিবালয় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন।তিনি বলেন , পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই তারা দীর্ঘদিন যাবৎ এই পরিবেশ পরিপন্থী সিসা কারখানায় ব্যাটারি পুড়িয়ে সিসা সংরক্ষণ ও বিক্রি করছেন।সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কারখানার মালিক মিলন কাজীকে ৪০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দিয়েছেন। এবং উক্ত কারখানায় কর্মরত শ্রমিকদের কারখানায় কাজ না করার নির্দেশ প্রদান করেন।