October 10, 2024, 12:24 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

কাশ্মির ছাড়ছে অভিবাসী শ্রমিকরা

কাশ্মির ছাড়ছে অভিবাসী শ্রমিকরা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে বিভিন্ন রাজ্যের কর্মরত অভিবাসী শ্রমিকরা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। শ্রমিকদের অভিযোগ স্থানীয়রা তাদের হুমকি দিচ্ছে চলে যাওয়ার জন্য। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পরিস্থিতির কারণেই শ্রমিকদের চলে যেতে সহযোগিতা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।৫ আগস্টের পূর্বেই মুসলিম অধ্যুষিত রাজ্যটি থেকে পর্যটক ও তীর্থযাত্রীদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয় আগে থেকেই সামরিকীকৃত এলাকাটিতে। ৫ আগস্টের পর ভারত সরকার সেখানে অচলাবস্থা জারি করে ইন্টারনেট, টেলিফোন ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার মধ্যদিয়ে। নিরাপত্তা ব্যবস্থার কড়াকাড়িতে কাশ্মিরের অর্থনীতি স্থবির হয়ে পড়ে এবং শ্রমিকরা নিজ থেকেই নিজ রাজ্যে ফিরে যেতে শুরু করে।আল জাজিরার খবরে বলা হয়েছে, লকডাউনের প্রথম কয়েকদিনের মাথাতেই কয়েক হাজার শ্রমিক কাশ্মির ত্যাগ করেন। কাশ্মিরের বাসিন্দাদের আশঙ্কা, ৩৭০ ধারা বাতিল এ অঞ্চলের ভৌগলিক অবস্থান পাল্টে দেওয়ার জন্য নয়াদিল্লির পদক্ষেপ। এই সিদ্ধান্তের ফলে ভারত সরকার সেখানে অকাশ্মিরিদের বসতি গড়ে তুলতে পারবে এবং তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করবে।এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অনেকেই আতঙ্কে ও ভয়ে কাশ্মির ছেড়েছেন। কয়েকজনকে লোকজন জোর করে চলে যেতে বাধ্য করেছে। বর্তমান পরিস্থিতির কারণে আমরা তাদের চলে যেতে বাস ও খাবার দিয়ে সহযোগিতা করেছি।ভারতের সিদ্ধান্তের প্রতিবাদে কাশ্মিরে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। কয়েক হাজার মানুষ ও শীর্ষ রাজনীতিকদের গ্রেফতার করা হয়েছে। শ্রীনগরে কয়েকজন তরুন অভিবাসী শ্রমিকদের কাশ্মির ছেড়ে চলে বলেছে। ওই তরুণদের দাবি, এই শ্রমিকরাই কাশ্মিরে প্রথম বসতি গড়ে তুলবে। অনেক শ্রমিক জানিয়েছেন, তাদের হুমকি দেওয়া হয়েছে। শ্রীনগরের একটি মসজিদে মানুষকে অভিবাসীদের কাছে বাড়ি ভাড়া ও জমি বিক্রি না করার আহ্বান জানানো হয়েছে।প্রতি বছর ভারতের বিভিন্ন রাজ্য থেকে কয়েক হাজার শ্রমিক কাশ্মিরে কাজ করতে যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর