July 27, 2024, 9:51 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

এখনো কাটেনি ঈদের আমেজ, লেনদেন কম

এখনো কাটেনি ঈদের আমেজ, লেনদেন কম

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঈদের আমেজ কাটেনি বাংলাদেশের পুঁজিবাজারে। কোরবানির ঈদের টানা নয় দিন ছুটির পর রোববার প্রথম লেনদেনে সূচক বেড়েছে দুই বাজারে। তবে লেনদেন কমেছে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজ  বলেন,“ঈদের ছুটি মাত্র শেষ হয়েছে। আজকে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল কম; সবাই আসতে আরো দুই-একদিন লাগবে। তখন লেনদেন বাড়বে।”  ঈদের পর বাজারে মূল্যসূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হওয়ায় বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করবে বলে জানান এই বাজার বিশ্লেষক। “ঈদের ছুটির পরে প্রথম লেনদেনে সূচক বেড়েছে। এটি পুঁজিবাজারের জন্য ইতিবাচক হয়েছে। আর এখন ভাল শেয়ারে বিনিয়োগ আসছে; এটাও বাজারের জন্য একটি ইতিবাচক দিক।”, ডিএসইর পরিচালক শাকিল রিজভী। ডিএসইর পরিচালক শাকিল রিজভী। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি শাকিল রিজভী সংবাদমাধ্যেমকে বলেন,“আরো দুই চার দিন লাগবে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আনাগোনা বাড়তে, শহরের রাস্তা গুলো কিন্তু এখনো ফাঁকা, এ থকে বোঝা যায় ঈদের আমেজ এখনো আছে ,আরো কয়েক দিন গেলে পুঁজিবাজারের অবস্থা বুঝা যাবে।” কোরবানির ঈদের ছুটির আগে শেষ লেনদেন হয়েছিল ৮ অগাস্ট।সাপ্তাহিক ছুটি, ঈদের ছুটি এবং ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের ছুটির কারণে টানা নয় দিন বন্ধ ছিল পুঁজিবাজার। বাজার পরিস্থিতি সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ দশমিক ১১ পয়েন্ট; সূচক অবস্থান করছে ৫ হাজার ২১৬ দশমিক ৫৩ পয়েন্টে। অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬০ দশমিক ৭০ পয়েন্ট। রোববার ঢাকায় ৩২৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। ৮ অগাস্ট  ছুটির আগের শেষ লেনদেনে এই বাজারে ৪১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। রোববার সিএসইতে ১৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৮ অগাস্ট লেনদেনের অঙ্ক ছিল ১৬ কোটি ৮১ লাখ টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১২৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর। ডিএসইএক্স বা প্রধান সূচক  ১৫ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৬ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৪১পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬০ দশমিক ৭০ পয়েন্ট; সূচক হয়েছে ১৫ হাজার ৯৫৭ পয়েন্ট। লেনদেনে অংশ নিয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৪ টির, কমেছে ৮৫ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির দর।

Share Button

     এ জাতীয় আরো খবর