-
- সারাদেশে
- মঠবাড়িয়ায় অভিমানের জের ধরে যুবকের আত্মহত্যা
- আপডেট সময় August, 19, 2019, 7:04 pm
- 180 বার পড়া হয়েছে
ফারজানা ইসলাম মিম :
পিরিজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌরসভার সবুজনগর ৮ নং ওয়ার্ড-এর বাসিন্দা সৌদি প্রবাসী আজাদ হাওলাদারের ছেলে মোহাঃ আরমান হাওলাদার নামের (১৮) এক যুবক গত ১৮ আগস্ট রবিবার বিকাল ৩টায় নিজ বাড়িতে গলায় দড়া দিয়ে আত্মহত্যা করে।প্রাথমিক পর্যায়ে তার বাবা মা তাকে পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে যায়; কিন্তু শেষ চেষ্টা করার পর ও তাকে বাঁচানো গেলোনা। সে হসপিটালেই বিকাল ৫টায় শেষ নিশ্বাস ত্যাগ করে।যানা যাত আরমান হাওলাদার কে এম লতীফ স্কুল থেকে এস এস সি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে খুলনায় সুন্দরবন কলেজে একাদশ শ্রেণিতে অধ্যায়নরর।বিশ্বস্ত সূত্রে যানা যায় যে, আরমান হাওলাদার’র মোবাইল ফোন নষ্ট হয়ে যাওয়ায় সেই মোবাইল সারানোর জন্য তার আম্মুর কাছে টাকা চায়। সেই টাকা না দেয়ায় কথা কাটা কাটির জের ধরে আত্মহত্যার পথ বেঁচে নেয়।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ আগস্ট ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর