October 10, 2024, 4:19 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

জিব্রাল্টার আটক ইরানি তেল ট্যাংকারকে ছেড়ে দিল

জিব্রাল্টার আটক ইরানি তেল ট্যাংকারকে ছেড়ে দিল

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের শেষ মূহুর্তের আবেদন সত্বেও গত মাসে আটক ইরানি তেল ট্যাংকারকে ছেড়ে দিয়েছে জিব্রাল্টার।

ট্যাংকারটিতে বহন করা তেল সিরিয়ায় খালাস করা হবে না, লিখিতভাবে ইরানের কাছ থেকে জিব্রাল্টার এমন আশ্বাস পাওয়ার পর ট্যাংকারটিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স।

ইরানি তেলবাহী গ্রেস ওয়ান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়ায় তেল নিয়ে যাচ্ছে সন্দেহে ৪ জুলাই ব্রিটিশ রয়েল মেরিন ভূমধ্যসাগরের পশ্চিম দিকের প্রবেশ মুখ জিব্রাল্টার প্রণালী থেকে ট্যাংকারটি আটক করেছিল।

এর দুই সপ্তাহ পর পারস্য উপসাগরে প্রবেশের মুখে হরমুজ প্রণালী থেকে ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার স্টেনা ইমপেরোকে আটক করে ইরান।

এ নিয়ে ব্রিটেনের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনা তৈরি হলেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২১ লাখ ব্যারেল ইরানি তেল নিয়ে আটক গ্রেস ওয়ান ব্রিটিশ নিয়ন্ত্রিত জিব্রাল্টারের উপকূলেই ছিল।

কিন্তু সেখানে জাহাজটির মাথা প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন। জিব্রাল্টার উপকূলের তীব্র স্রোতের জন্য ট্যাংকারটির সামনে অংশ ঘুরে গেছে না জাহাজটি ওই উপকূল ছাড়ার প্রস্তুতি নিচ্ছে তা পরিষ্কার হয়নি।

সরকারিভাবে স্বীকার করা না হলেও গ্রেস ওয়ানকে ছাড়ার বিনিময়ে স্টেনা ইমপেরোকেও ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে।

জিব্রাল্টারের প্রধান বিচারপতি অ্যান্থনি ডাডলি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আবেদনটি বর্তমানে আদালতের সামনে আছে।

স্বাধীন একটি আইনি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের আবেদনটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফাবিয়ান পিকার্দো।

যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তর বলেছে, ইইউয়ের নিষেধাজ্ঞার মধ্যে থাকা সিরিয়ার দিকে ট্যাংকারটি যাবে না বলে যে আশ্বাস ইরান দিয়েছে তা অবশ্যই তাদের মেনে চলতে হবে।

অপরদিকে ট্যাংকারটির মুক্তি আটকানোর জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগের নিন্দা করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘জলদস্যুতার’ অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ।

Share Button

     এ জাতীয় আরো খবর