January 12, 2025, 6:40 am

ক্লাসিকো জয়ে বছর শেষ করাটা অসাধারণ

ক্লাসিকো জয়ে বছর শেষ করাটা অসাধারণ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বছর শেষ করতে পেরে উচ্ছ্বসিত বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার চলতি লা লিগার প্রথম ক্লাসিকোতে চির প্রতিদ্বন্দ্বীদের ৩-০ গোলে হারায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ১০ জনের রিয়ালের বিপক্ষে কাতালান ক্লাবটিকে এগিয়ে নেন লুইস সুয়ারেস। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন আলেইশ ভিদাল।

এই জয়ে লিগের বর্তমান চ্যাম্পিয়ন জিনেদিন জিদানের দল সঙ্গে ১৪ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষস্থান সুদৃঢ় করলো বার্সেলোনা।

ম্যাচটিতে একটি গোল করায় লা লিগায় রিয়ালের বিপক্ষে মেসির গোল দাঁড়ালো ১৭টি। স্পেনের শীর্ষ লিগে রিয়ালের বিপক্ষে কোনো খেলোয়াড়ের এটি সর্বোচ্চ গোল।

দুর্দান্ত এই জয়ের পর ফেইসবুকে এক পোস্টে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি লিখেন, “এল ক্লাসিকোতে গুরুত্বপূর্ণ একটি জয় দিয়ে বছর শেষ করতে পারাটা অসাধারণ।”

এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৭ ম্যাচে ৪৫। ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল।

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর