মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
যতদিন বয়ে যাবে পদ্মা, মেঘনা, যমুনার ধারা ততদিন বেঁচে থাকবে বঙ্গবন্ধু সকল
পেশার মানুষসহ নেতাকর্মীর হৃদয়ে।তারই প্রতিশ্রুতিত্বে দিনাজপুরের হিলিতে শোক র্যালীসহ বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে উদযাপিত হয়েছে জাতির জনক শেখ মজিবুর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী।১৫ই আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় হিলি-হাকিমপুর উপজেলা চত্ত্বর উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে এক বিশাল শোক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভাকক্ষে উপস্থিত হয়। উক্ত র্যালীতে অংশগ্রহন করেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন,সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম (হিলি সার্কেল),হিলি-হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। র্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন,দোয়া ও আলোচনা করেন সকল নেতাকর্মীরা।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগস্ট ২০১৯/ইকবাল