January 12, 2025, 7:02 am

টেস্ট থেকে ছিটকে পড়লেন স্টার্ক

টেস্ট থেকে ছিটকে পড়লেন স্টার্ক

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চলতি অ্যাশেজ সিরিজে বোলিংয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় হাতিয়ারের ভুমিকা পালন করছিলেন মিচেল স্টার্ক। প্রথম তিন ম্যাচে নিয়েছেন ১৯টি উইকেট। তবে ইংল্যান্ডের বিপক্ষে বক্সিংডে টেস্টে সেই স্টার্ককে পাচ্ছে না অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামি মঙ্গলবার এই ম্যাচ শুরু হবে।

স্টার্ক গোড়ালিতে মারাত্মক আঘাত পেয়েছেন। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন জ্যাকসন বার্ড। দলের হয়ে খেলতে প্রস্তুত আছেন জানিয়ে বার্ড বলেন, অ্যাশেজের মতো সিরিজে বক্সিংডে টেস্টে খেলব এটা অবিশ্বাস্য। এই ম্যাচে আমি খেলতে প্রস্তুত।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। তবে এবার তাদের লক্ষ্য বাকি দুই ম্যাচ জিতে সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করা। এমনটিই জানিয়েছেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ।

বক্সিংডে টেস্টে ইংল্যান্ডের জন্যও একটা দুঃসংবাদ আছে। দলটি এই পেসার ক্রেইগ ওভারটনকে পাচ্ছে না। ইনজুরি আক্রান্ত ওভারটনের পাঁজরের হাড্ডিতে ফাঁটল পাওয়া গেছে। তাই তার পরিবর্তে ২০ বছর বয়সী লেগ স্পিনার ম্যাশন ক্রেনের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর