October 18, 2024, 1:03 pm

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

মর্চা নদী নিয়ে গোরারাই ও খলিলপুর গ্রামের মধ্য টান টান উত্তেজনা,যেকোন সময় সংঘর্ষের আশংকা

মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলাধীন ১নং খলিলপুর ইউনিয়নের মর্চা নদীতে মাছ ধরা ও ভোগ দখল করা নিয়ে দুই পক্ষের মধ্যে টান টান উত্তেজন চলছে,ধারনা করা হচ্ছে যেকোন সময় বড় ধরনে সংঘর্ষ ঘটে যেতে পারে। এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায় গোরারাই,কাটারাই ও হলিমপুর মৌজাধীন এলাকায় ঐ নদীটি বর্ষা কালে তারা তিনটি গ্রাম ক্রমান্নয় প্রতি বছর মাছে শিকার করে । কিন্তু ইদানীং পার্শবর্তী খলিলপুর গ্রামের কিছু পরিবার ঐ নদী এলাকায় সরকারী খাস জায়গায় বাড়ী করে আসে তার সুবাদে তারা মাছ ধরার চেষ্টা করে এবং ভোগ দখলের চিন্তা করায় এই উত্তেজনার সৃষ্ঠি হয়।এব্যাপারে স্থানীয় ৮নং ওয়ার্ডে মেম্বার হাজী আহমদ উদ্দীনের সাথে টেলিফোনে আলাপ করলে তিনি জানান নদীটি সরকারী কিন্তু আমার ওয়াডে উপর দিয়ে অতিবাহিত হয়েছে তাই আমার বিভিন্ন গ্রাম পূর্ব থেকে এই নদীতে মাছ শিকার করে আসছে,এখন তারা অন্যায় ভাবে সেটা তাদের দখলে নেয়ার চেষ্টা করছে। অপরদিকে ৭নং ওয়ার্ডে মেম্বার মোঃ আবু বক্করের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান  বিষয়টি এলাকার মুরব্বিয়ানরা আপোষে বিষয়টি সালিশে নিস্পতির চেষ্টা করছেন আশা রাখি একটা সুন্দর সমাধান হবে।এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমঙ্গীর হোসেন এর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি ।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ আগস্ট ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর