July 27, 2024, 2:36 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সুন্দরগঞ্জে অগ্নিকান্ডে সর্বস্ব ভষ্মিভূত

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের

মজিরবুর রহমানের বসত-বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব ভষ্মিভূত হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উক্ত গ্রামের মৃত হাছিম উদ্দিনের পুত্র মজিবুর রহমানের বসত-বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে শয়নঘরসহ ঘরে থাকা ধান- চাল, জামা-কাপড়, আসবাবপত্র, নগদ টাকা, একটি রান্নাঘর ও গোয়ালঘর ভষ্মিভূত হয়। এতে কৃষক মজিবুর রহমানের দেড় লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হওয়ায় তিনি পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছেন। বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী ইনচার্জ ছয়ফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরআগে মজিবুর রহমানের একটি শয়নঘর, রান্নাঘর ও গোয়ালঘরসহ অন্যান্য মালামাল ভষ্মিভূত হয়।

সুন্দরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের সরকার পাড়াস্থ মৎস্য খামারের পাশে একটি ঘর থেকে হাসান আলী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। জানা যায়, উক্ত গ্রামের আলহাজ্ব আব্দুল মোত্তালেবের মৎস্য খামারের পাহাড়াদার হিসেবে দায়িত্ব পালন করত হাসান আলী। এরই একপর্যায়ে বুধবার ভোরে মৎস্য খামার সংলগ্ন পাহাড়াদারের শয়নঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন থানার এসআই শামছুল হক। পাহাড়াদার হাসান আলী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডি গ্রামের মৃত শহর উদ্দিনের পুত্র। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান জানান, হাসানের মরদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে বামনডাঙ্গা ইউনিয়নের গ্রাম পুলিশ সোহরাব হোসেন একটি ইউডি মামলা করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৪ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর