March 24, 2025, 4:27 pm

সংবাদ শিরোনাম
বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার গংগাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান

থাইল্যান্ডে মন্ত্রণালয় সংলগ্ন এলাকায় বোমা বিস্ফোরণ আহত ৩

থাইল্যান্ডে মন্ত্রণালয় সংলগ্ন এলাকায় বোমা বিস্ফোরণ আহত ৩

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারি ভবন সংলগ্ন অঞ্চলসহ তিনটি এলাকায় বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই সরকারি ভবনে বেশ কয়েকটি মন্ত্রণালয় রয়েছে। শহরে যখন অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে ঠিক সেই সময় এই হামলা চালানো হলো। সিঙ্গাপুরভিত্তিক স্ট্রেইট টাইমস সূত্রে জানা গেছে, বৈঠকস্থলে কিংবা এর আশপাশে কোনও বিস্ফোরণ না হওয়ায় সম্মেলনে কোনও ব্যাঘাত ঘটেনি। বিস্ফোরণে কমপক্ষে তিনজন আহত হয়েছে।

চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, প্রথমে সুয়ান লুয়াং এলাকায় মেট্রো রেলের দুটি স্টেশনের কাছে ওই বিস্ফোরণ ঘটানো হয়। অল্প সময় পর শহরের উত্তরাংশে একটি সরকারি ভবনের কাছে তৃতীয় বিস্ফোরণটি হয়। থাই পুলিশকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, সুয়াং লুয়াং এলাকায় বিস্ফোরণে দুই সড়ক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, তাদের একজনকে মাটিতে শুইয়ে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেকজনকে তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ৭৭ তলাবিশিষ্ট কিং পাওয়ার মাহানাখন ভবনের কাছে বিস্ফোরণে এক নিরাপত্তারক্ষী নিহত হয়। এলাকাটি আংশিকভাবে ঘেরাও করে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। থাই সরকারের মুখপাত্র নারুমন পিনিয়োসিনওয়াত জানিয়েছেন, সেদেশের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওচা এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। নারুমন বলেন, ‘পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছি।’

এর আগে গত বৃহস্পতিবার থাই পুলিশ জানিয়েছিল, আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি যে জায়গায় আয়োজন করা হয়েছে, তার কাছাকাছি এলাকা থেকে দুইটি নকল বোমা উদ্ধার করেছে তারা। এ ঘটনায় দুইজনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর