October 10, 2024, 10:16 am

সংবাদ শিরোনাম
বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি

চীনা পণ্যে নতুন করে শুল্কারোপ, বাণিজ্যযুদ্ধ উসকে দিলেন ট্রাম্প

চীনা পণ্যে নতুন করে শুল্কারোপ, বাণিজ্যযুদ্ধ উসকে দিলেন ট্রাম্প

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

চীনের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ৩০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের পণ্যের ওপর ট্রাম্পের এ শুল্ক আরোপের ঘোষণা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধকে আরো তাতিয়ে দিল।

চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব পণ্যের ওপর নতুন শুল্কারোপ কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।

সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক তেমন একটা ফলপ্রসূ না হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট এমন ঘোষণা দিলেন। পোশাক থেকে শুরু করে স্মার্টফোনসহ নানান চীনা পণ্য এ শুল্কের আওতায় পড়বে। এদিকে ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়াই।

ব্যাংককে অবস্থানরত চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সমস্যার সমাধান করতে শুল্ক আরোপ করা কখনোই গঠনমূলক পন্থা নয়। এটা ঠিক হলো না।’

গত সপ্তাহে সাংহাইয়ে দুই দেশের মধ্যকার আলোচনায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে চীন আরো বেশি কৃষিপণ্য কেনার অঙ্গীকারকে সম্মান না দেখানোর জবাব হিসেবে নতুন করে শুল্কারোপ করার ঘোষণা দিয়ে টুইট করেন ট্রাম্প।

পরে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, চীনা পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্কারোপ করা হবে। এ হার পরবর্তী সময়ে ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলেও জানান ট্রাম্প। এ সময় ট্রাম্প মন্তব্য করেন, ‘চীনের সঙ্গে আরো অনেকদিন আগেই কারো এমনটা করা উচিত ছিল।’

Share Button

     এ জাতীয় আরো খবর