-
- সারাদেশে
- গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সদস্য সংগ্রহ অভিযান সম্পন্ন
- আপডেট সময় August, 2, 2019, 6:45 pm
- 174 বার পড়া হয়েছে
আবু তালহা তুফায়েল :
জুলাই মাস হচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সদস্য সংগ্রহ অভিযানের মাস। তাই কেন্দ্রীয় ঘোষিত অনুযায়ী সারা মাসব্যাপী সদস্য সংগ্রহের পর ৩১ জুলাই (বুধবার) গোয়াইনঘাট উপজেলার তৃণমূল জমিয়ত (জমিয়ত, যুব ও ছাত্র জমিয়ত) নেতৃবৃন্দ সদস্য ফরম পূরণ করেন। গোয়াইনঘাট উপজেলা জমিয়তের মাসিক বৈঠক সমাপ্তির পর গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক ও গোয়াইনঘাট ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছসহ উপস্থিত সবাই সদস্য ফরম পূর্ণ করে জমিয়তের কাজকে সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে ওয়াদাবদ্ধ হন।
প্রাইভেট ডিটেকটিভ/০২ আগস্ট ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর