-
- সারাদেশে
- গোয়াইনঘাট উপজেলায় বৃক্ষ রোপণ করলেন ভাইস চেয়ারম্যান কয়েছ
- আপডেট সময় August, 2, 2019, 6:42 pm
- 182 বার পড়া হয়েছে
আবু তালহা তুফায়েল :
গোয়ইনঘাট উপজেলা কৃষি বিভাগ কর্তৃক বৃক্ষ মেলা হতে উপজেলা পরিষদের

ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ এর নিজ তহবিল থেকে খেজুর গাছ ক্রয় করে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে রোপণ করলেন। গত ০১ আগস্ট বৃহস্পতিবার তিনি উপজেলার বিভিন্ন ইউ/পি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে এ সামাজিক উন্নয়ন মূলক কাজ করেন। এতে তিনি উপজেলার সর্বসাধারণের কাছ থেকে ধন্যবাদ ও অভিনন্দন পান। উপজেলা সি.এ লুৎফুর রহমান তার ফেইসবুক আইডিতে উল্লেখ করেন “ধন্যবাদ ভাইস চেয়ারম্যান মাও. গোলাম আম্বিয়া কয়েছ কে পরিবেশ রক্ষায় এবং পুষ্টিকর খাবার মেটানোর কাজে এগিয়ে আসার জন্য”। এরকমভাবেই তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসায় সর্বস্তরে একজন আদর্শবান পিতার আদর্শবান সন্তান ও উপজেলার সঠিক কর্ণধার হিসেবে খ্যাত লাভ করে যাচ্ছেন।
প্রাইভেট ডিটেকটিভ/০২ আগস্ট ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর