March 21, 2025, 6:57 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৩৪ বাসযাত্রী নিহত

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৩৪ বাসযাত্রী নিহত

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে মহাসড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণে একটি যাত্রীবাহী বাসের অন্তত ৩৪ যাত্রী নিহত হয়েছেন।

গতকাল বুধবার হেরাত ও কান্দাহারকে সংযোগকারী মহাসড়কের ফারাহ প্রদেশ অংশের আব খোরমায় এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।মহাসড়ক ধরে বাসটি এগিয়ে যাওয়ার সময় রাস্তায় পেতে রাখা বোমার সঙ্গে বাসের চাকার সংঘর্ষে বোমাটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ফারাহ প্রদেশ পুলিশের মুখপাত্র মোহিবুল্লাহ মোহিব বলেন, “আফগানিস্তান ও বিদেশি নিরাপত্তা বাহিনীগুলোকে লক্ষ্য করে তালেবান বিদ্রোহীরা বোমাটি পেতে রেখেছিল।”

তালেবান নতুন করে বোমাটি পেতে রেখেছিল এবং সেটি শক্তিশালী হওয়ায় নিহতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন দেশটির সরকারি ও স্বেচ্ছাসেবক সংস্থাগুলোর কর্মকর্তারা।

বোমাটি তালেবান ‘পেতে রেখেছিল’, কর্মকর্তারা এমন দাবি করলেও তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। দেশটির কর্মকর্তাদের এমন বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে তাৎক্ষণিকভাবে তালেবান কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

গত প্রায় ১৮ বছর ধরে চলা আফগান যুদ্ধ চলাকালীন আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে তালেবান দেশটির সবচেয়ে বেশি অংশ নিয়ন্ত্রণ করছে। তালেবান ও ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা প্রায় দৈনিকভিত্তিতে হামলা শুরু করায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই আরও নাজুক হয়ে উঠছে।

আগামী মাসে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা আছে। এর আগে এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তালেবান প্রতিনিধিদের শান্তি আলোচনা চলার মধ্যেই বেসামরিক যাত্রীদের ওপর প্রাণঘাতী এ হামলার ঘটনাটি ঘটলো।

আফগানিস্তানে সশস্ত্র জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সরকারি ও বিদেশি নিরাপত্তা বাহিনীগুলোর লড়াইয়ে চলতি বছরের প্রথম ছয় মাসেই অন্তত ৩ হাজার ৮১২ বেসামরিক লোক হতাহত হয়েছেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ।

Share Button

     এ জাতীয় আরো খবর