September 8, 2024, 6:28 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

চিলমারীতে মহিলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে চিলমারী উপজেলার ২‘শ টি বন্যার্ত পরিবারের মাঝে জনপ্রতি চাল- ১০ কেজি, সয়াবিন তেল- ১ লিটার, মুশুর ডাল- ১ কেজি, আলু – ২ কেজি, লবন- ৫০০ গ্রাম, চিড়া- ৫ কেজি, গুড় – ৫০০ গ্রাম, বিস্কুট- ৫০০ গ্রাম ও ৩ প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়। এসময় সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আহমেদ নাজমীন সুলতানা, জেলা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদিকা, আনোয়ারা বেগম, কৃষি ও সমবায় সম্পাদিকা শাহানাজ বেগম নাজু, চিলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী, কুড়িগ্রাম পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা আছমা বেগম, কুড়িগ্রাম সদর মহিলা আওয়ামী লীগের সহঃ সভানেত্রী রশিদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদিকা রিক্তা রাণী রায়, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য আলেয়া বেগম, লায়লা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

চিলমারীর রমনা ও চিলমারী ইউনিয়ন পরিষদে আরডিআরএসের সংগ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ও চিলমারী ইউনিয়ন পরিষদে আরডিআরএসের উদ্যোগে সংগ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইকো কোঅপারেশন এর সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত সাসটেইন অপারচুনিটিজ ফর নিউট্রেশন গভার্নেন্স (সংগ) প্রকল্পের উদ্যোগে সামাজিক নিরাপত্তা সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি সংস্থার সাথে মতবিনিময় সভা রমনা মডেল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন ফ্যাসিলিটেটর মোছাঃ মমেনা খাতুন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ কবিরুল ইমলাম, ইউনিয়ন সমাজ কর্মী মোঃ আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অপরদিকে চিলমারী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ গয়ছল হক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউনিয়ন ফ্যাসিলিটেটর মাহমুদুল হক মন্ডল, ইউনিয়ন সমাজ কর্মী মোঃ মাবুবুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জাহিদ হোসেন আনছারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রাইভেট ডিটেকটিভ/৩১ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর