July 27, 2024, 3:07 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ভোলায় গুজব প্রতিরোধে র‌্যবের সচেতনতামূলক সভা

রাকিব হোসেন,ভোলা জেলা ব্যুরো  প্রধানঃ

ছেলে ধরা ও গলাকাটা গুজব ঠেকাতে ভোলার বিভিন্ন শিা প্রতিষ্ঠানে র‌্যাবের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০জুলাই মঙ্গলবার সকালে ভোলায় র‌্যাব-৮ এর আয়োজনে শহরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পদ্মাসেতু নিয়ে গুজব ও ছেলেধরা সংক্রান্ত সচেতনতামূলক এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পেইন করেন র‌্যাব-৮ বরিশাল এর অতিরিক্ত পুলিশ সুপার মো: রইছ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব- ৮ এর সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ,ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: আজাহারুল হক, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সাংবাদিক হামিদুর রহমান হাসিব,এম হেলাল উদ্দিন ,মসিউর রহমান পিংকু, আদিল হোসেন তপু, রাকিব উদ্দিন অমি প্রমুখ। এসময় বলা হয় ‘ছেলেধরা নিছক একটি গুজব। এই গুজবে কান দিয়ে আইন হাতে তুলে নেওয়া দন্ডনীয় অপরাধ। তাই কেউ আইন হাতে তুলে নিবেন না। সন্দেহ হলে আইন শৃঙ্খলা বাহীনিকে জানানোর অনুরোধ করেন। তিনি আরো বলেন, সারা দেশে ছেলেধরা গুজবে গণপিটুনির ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক র‌্যাব-৮ জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও প্রচারণা চালিয়ে যাচ্ছে । তারই অংশ হিসেবে জনসচেতনতার ল্েয ভোলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ছাত্র-ছাত্রী, শিক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য র‌্যাব সর্বদা কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি বলেন, “একটি কুচক্রী মহল ‘ছেলে ধরা’ গুজব ছড়িয়ে সারা দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। গনপিটুনির নামে মানসিক প্রতিবন্ধি ও নিরীহ মানুষের উপর হামলা করা ছাড়াও অনেক সাধারণ মানুষকে হত্যা করেছে। এলাকায় অপরিচিত কাউকে দেখলে কিংবা কারো আচরণে সন্দেহ হলে তাকে গনপিটুনি না দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে এ ধরণের কোন ঘটনা ঘটলে ‘৯৯৯’ নাম্বারে কল করলেই আইন-শৃঙ্খলা বাহিনী হাজির হবে। পদ্মা সেতুতে মাথা লাগবে ও ছেলে ধরা গুজবে কান না দেয়ার জন্য ছাত্রছাত্রী, শিক ও অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর