October 18, 2024, 10:53 am

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

তাহিরপুর সীমান্ত চোরাচালানীদের নিরপদ রোড়, বিজিবির অভিযানে সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

কামাল হোসেন, তাহিরপুর থেকেঃ
ঈদুল আজহা কে সামনে রেখে স্থানীয় চোরাকারবারিরা    তাহিরপুর সীমান্ত সক্রিয় হয়ে উঠেছে। তাহিরপুর উপজেলা সীমান্তে বিভিন্ন পয়েন্টকে চোরাচালানের নিরাপদ রোড হিসেবে ব্যবহার করে চোরাকারবারিরা বিজিবির চোখ ফাকি দিয়ে অনায়াসেই সীমান্তের ওপার ভারত থেকে চোরাই পথে   নিয়ে মদ, গাজাসহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামা।  বিজিবি সূত্রে জানাযায়, আজ ২৭ জুলাই শনিবার ভোরে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত দিয়ে চোরাকারবারির  পাচারকালে অভিনয় চালিয়ে  ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি, কয়লা ও পাথরসহ বারকী নৌকা আটক করেছে বিজিবি। কিন্তু কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। বিজিবি জানায়, শনিবার ভোরে পৃথক পৃথক দুটি অভিযানের মাধ্যমে লাউরগড় বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিনয় চালিয়ে লাউড়েরগড় সীমান্তের সীমান্ত  পিলার-১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী থেকে  ৬০ ঘনফুট ভারতীয় পাথরসহ ০৩টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক সরকারি  মূল্য ১ লক্ষ ৫৭ হাজার ২০০ শত টাকা।  আপর দিকে অভিনয় চালিয়ে লাউড়েরগড় বিজিবির টহল দল  একই সীমান্তের  সীমান্ত পিলার-১২০৪/২-এস এর নিকট হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিন্নাকুলি নামক স্থান হতে ৩৩৬০ পিস (১৩৪) প্যাকেট ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার আনুমানিক  সরকারি মূল্য ১ লক্ষ ৪২ হাজার ৮০০ শত টাকা। এবং একই দিনে অপরদিকে টেকেরঘাট বিওপির একটি টহল দল অভিনয় চালিয়ে টেকেরঘাট সীমান্তের সীমান্ত পিলার-১১৯৮/২-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে  টেকেরঘাট হতে ২৭৩০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক সরকারি  মূল্য ৩৫ হাজার ৪ শত ৯০ টাকা।সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পরিচালক মোঃ মাকসুদুল আলম  জানান, আটককৃত ভারতীয় নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, সুনামগঞ্জ এবং ভারতীয় কয়লা, পাথরসহ বারকী নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুলাই ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর