-
- সারাদেশে
- তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে এ এস আই মনিরুল ইসলামকে বিদায় সংবর্ধনা
- আপডেট সময় July, 28, 2019, 12:43 pm
- 169 বার পড়া হয়েছে
কামাল হোসেন, তাহিরপুর,(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে এ এস আই মনিরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। গত ২৬ জুলাই শুক্রবার সকালে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে ও এসআই মোহাম্মদ আমির উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওসি তদন্ত মো. আসাদুজ্জামান হাওলাদার, এসআই মো. আনোয়ার হোসেন, গোলাম মস্তফা, দীপঙ্কর বিশ্বাস, এএসআই রোজাউর রহমান প্রমুখ।এ এস আই মনিরুল ইসলাম সুনামগঞ্জ ডিবি পুলিশ থেকে ২০১৮সালের মার্চ মাসে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের এ এস আই হিসেবে দীর্ঘ ১৪ মাস দায়িত্ব পালন করেন। গত শুক্রবার তিনি তাহিরপুর থানা থেকে বদলি জনিত কারনে ছাতক থানা বদলি হন। উলেখ্য বাদাঘাট পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা অবস্থায় তিনি এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মাদক প্রতিরোধে অগ্রনী ভুমিকা পালন করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুলাই ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর