রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিভিন্ন মসজিদে জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক সভা করা হয়েছে। ‘পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এটি একটি গুজব আর এ গুজবে বিভ্রান্ত না হয়ে ছেলে ধরা সন্দেহ হলে পুলিশকে খবর দিন’ এ প্রতিপাদ্য ছড়িয়ে দিতে এবং গুজব থেকে মানুষকে সচেতন করতে এ সভা করা হয়। গতকাল শুক্রবার দুপুরে নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান। এসময় মাওলানা খলিলুর রহমান নেছারাবাদীসহ প্রায় ১০ হাজার মুসুল্লী উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান বলেন, ‘আইন কোন অবস্থাতেই হাতে তুলে নেয়া যাবে না। গুজবে কান না দিয়ে সন্দেহভাজন ব্যক্তির সম্পর্কে তাৎক্ষনিকভাবে পুলিশকে জানাতে হবে। গুজব থেকে জনগনকে সচেতন করতে এবং কোথাও ছেলে ধরা সন্দেহ হলে আইন নিজেদের হাতে তুলে না নিয়ে তাৎক্ষনিক ভাবে ৯৯৯ এ কল দেয়া এবং পুলিশকে জানাতে সকলের প্রতি অনুরোধ করেন। এর আগে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠি এবায়েদুল্লাহ জামে মসজিদে উপস্থিত মুসুল্লীদের সামনে গুজব থেকে মানুষকে সচেতন করতে সচেতনতামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান। গুজব রোধে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশে জেলা পুলিশের পক্ষ থেকে জেলার গুরুত্বপূর্ণ সকল স্থানে সচেতনতামূলক সভা করা হয়। এছাড়ার লিফলেট বিতরণ ও মাইকিংসহ বিভিন্ন রকমের প্রচারণা চলছে। জেলার সাধারণ মানুষ পুলিশের এই কার্যক্রমে সন্তুষ্ট।
ঝালকাঠিতে উৎসব মুখর পরিবেশে
রোটারি ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচি
রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ঝালকাঠিতে উৎসব মুখর পরিবেশে রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষরোপন কর্মসুচি পালিত হয়েছে। ২৫ জুলাই বৃহস্পতিবার ঝালকাঠি সদর উপজেলার মানপ্াশা শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে জেলা রোটারি ক্লাবের সভাপতি মানিক হাওলাদারের সভাপতিতে এক সভা অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: জোহর আলী, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল হক (সার্বিক), সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সহকারি কমিশনার মাহমুদা হাসান। এসময় বক্তব্য রাখেন রোটারি ডা: আনোয়ার হোসেন, রোটারি ক্লাবের ঝালকাঠি জেলার প্রাক্তন সভাপতি পিপি জি এম মোর্শেদ,বিনয়কাঠি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।এ বৃক্ষরোপন কর্মসূচিতে অতিথিরা অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রায় ছয়শত দেশীয় ফলজ বৃক্ষ বিতরন করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুলাই ২০১৯/ইকবাল