September 8, 2024, 8:08 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

জৈন্তাপুরে ব্যারিস্টার সুমনের উপর মিত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন ও সমাবেশ

এম,এম,রুহেল,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সায়েদুল হক সুমনের

বিরুদ্ধে মামলার প্রতিবাদে জৈন্তাপুরে উপজেলা  বাস ষ্টেশনের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্যারিস্টার সুুমন সমর্থক  জৈন্তাপুর উপজেলার ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার সর্ব স্্তরের জনতা অংশ নেয়। মানববন্ধন থেকে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।উক্ত সভায় উপস্তিত ছিলেন উপজেলা  ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজ উদ্দীন, জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্ন আহব্বায়ক কুতুব উদ্দীন,সাবেক ছাএলীগ নেতা শাহিদ আহমদ,বাউরবাগ মসজিদের পেশ ইমাম,কিবরিয়া মাহমুদ শিমুল,সভায় পরিচালনা করেন শ্রমিক নেতা হাসান বদরুল।বক্তারা ব্যারিস্টার সুমনের মামলা প্রত্যাহার করতে প্রশাসনকে ১ সপ্তাহ সময় বেধেঁ দেন।এদিকে  ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে হবিগঞ্জের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার সকালে বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার লোকজনের অংশগ্রহণে হবিগঞ্জ শহর, শায়েস্তাগঞ্জ ও বানিয়াচঙ্গে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এতে বক্তারা আরো বলেন বলেন, ব্যারিস্টার সুমন একজন জনপ্রিয় ব্যক্তি। তার বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি করে দেন।এর আগে হিন্দু ধর্মাবলম্বীদের কটূক্তির অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে মামলাটি করা হয়।রাজধানীর ভাসানটেকের গৌতম কুমার এডবর নামে এক ব্যক্তি মামলাটি করেন।তাকে আইনগত সহায়তা করেছেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। তার সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্চয় কুমার দে দুর্জয়।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর