December 23, 2024, 2:57 pm

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

রংপুর সিটি নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না: হানিফ

রংপুর সিটি নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না: হানিফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচনে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তির জনপ্রিয়তা ও আঞ্চলিকতা এবং জাতীয় নির্বাচনে দলের জনপ্রিয়তা ও উন্নয়ন কার্যক্রম ভূমিকা রাখে। তাই রসিক নির্বাচনে আওয়ামী লীগের নয়, ঝণ্টুর পরাজয় হয়েছে। এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। গতকাল শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, রসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় হলেও গণতন্ত্রের জয় হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। এ ছাড়া এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না- বিএনপির এমন অভিযোগ মিথ্যা প্রমাণ হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার গুম-খুনে বিশ্বাস করে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৫ এর পরে এ দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেছিলেন। এর ধারাবাহিকতা বজায় রেখেছিল বিএনপি। চলতি মৌসুমে এ সুগার মিলে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে তিন হাজার ৮৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদেরের সভাপতিত্বে আখ মাড়াই কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলামসহ মিলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর