September 21, 2024, 3:41 pm

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

রংপুর সিটি নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না: হানিফ

রংপুর সিটি নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না: হানিফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচনে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তির জনপ্রিয়তা ও আঞ্চলিকতা এবং জাতীয় নির্বাচনে দলের জনপ্রিয়তা ও উন্নয়ন কার্যক্রম ভূমিকা রাখে। তাই রসিক নির্বাচনে আওয়ামী লীগের নয়, ঝণ্টুর পরাজয় হয়েছে। এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। গতকাল শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, রসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় হলেও গণতন্ত্রের জয় হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। এ ছাড়া এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না- বিএনপির এমন অভিযোগ মিথ্যা প্রমাণ হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার গুম-খুনে বিশ্বাস করে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৫ এর পরে এ দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেছিলেন। এর ধারাবাহিকতা বজায় রেখেছিল বিএনপি। চলতি মৌসুমে এ সুগার মিলে ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে তিন হাজার ৮৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদেরের সভাপতিত্বে আখ মাড়াই কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলামসহ মিলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর