October 10, 2024, 4:20 pm

সংবাদ শিরোনাম
বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি

মিয়ানমার নৌবাহিনীর জাহাজে আরাকান আর্মির রকেট হামলা, নিহত ৩

মিয়ানমার নৌবাহিনীর জাহাজে আরাকান আর্মির রকেট হামলা, নিহত ৩

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

রাখাইনের দক্ষিণাঞ্চলীয় কিয়াউকফাইয়ু শহরে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির রকেট হামলায় এক সেনা ক্যাপ্টেনসহ তিনজন নিহত হয়েছেন। গত শুক্রবার মাইবন নদীতে এই হামলার ঘটনা ঘটে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এ খবর জানিয়েছে। গত সোমবার কিয়াউকফাইয়ু জেনারেল হাসপাতালের এক কর্মী ময়নাতদন্তের জন্য তিনটি মরদেহ পৌঁছানোর কথা স্বীকার করেছেন। নিহতদের একজন লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৪৩-এর একজন ক্যাপ্টেন। অপর দু’জন দানিয়াবতি নৌঘাঁটির কর্মী।

কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, নিহত ক্যাপ্টেনের নাম সোয়ে হতেত অং। আরাকান আর্মির পক্ষ থেকে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজে রকেট হামলার কথা স্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ আনন অঞ্চলে বৃদ্ধি পেয়েছে। নৌবাহিনীর জাহাজে করে সেনাবাহিনী আসছে এই অঞ্চলে। আরাকান আর্মির দাবি অনুযায়ী, রকেট হামলায় প্রায় ১০ জন সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত ২০ জন। তবে ইরাবতির পক্ষ থেকে এই দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্রের মন্তব্যের জন্য ইরাবতির পক্ষ থেকে ফোন করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর