আইপিএলের নিলাম ২৭ ও ২৮ জানুয়ারি
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
আইপিএলের সামনের আসরের নিলাম অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ জানুয়ারি। অবশ্য এমনই একসময় নিলাম অনুষ্ঠিত হবে যখন জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট খেলবে ভারত। গত ৬ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবারের আসরে থাকছে ভিন্নতা। স্বাভাবিকের তুলনায় বড় আকারে অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের পুরনো খেলোয়াড় রাখার নিয়মেও থাকছে ভিন্নতা। পুরনো খেলোয়াড়দের মধ্যে থেকে এবার সর্বোচ্চ ৫জন ক্রিকেটার রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। একই সঙ্গে স্কোয়াড তৈরিতে খরচের পরিমাণও বাড়ানো হয়েছে। ২৫ সদস্যের স্কোয়াড নির্বাচনে খরচ করতে পারবে ৮০ কোটি রুপি। গতবার এই মূল্যমান ছিল ৬৬ কোটিতে! আইপিএলের পরিসর বাড়ানোর চিন্তার কারণ অবশ্য আগে থেকেই ছিল। এবার তো আইসিসির কাছ থেকে ওই সময়টা আন্তর্জাতিক সূচির বাইরে রাখতে প্রস্তাব দিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যাতে করে সব তারকা খেলোয়াড়কে খেলানো যেতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। নীতিগতভাবে সব বোর্ডও সম্মতি দিয়ে রেখেছে। বাকি শুধু আনুষ্ঠানিকতা!