October 10, 2024, 6:19 pm

সংবাদ শিরোনাম
বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি

শান্তিকামী মানুষের নেতার ১০১তম জন্মবার্ষিকী

শান্তিকামী মানুষের নেতার ১০১তম জন্মবার্ষিকী

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার ১০১তম জন্মবার্ষিকী আজ। ২০১০ সাল থেকে বিশ্বজুড়ে এই দিনটিকে ম্যান্ডেলা দিবস হিসেবে উদযাপন করা হয়। মহান এ নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন বিশ্বের শান্তিকামী মানুষ। বিশ্বের বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতীক পুরুষ, নেলসন রোলিহলালা ম্যান্ডেলার জন্মদিনে মহান নেতার প্রতি বিশ্ববাসীর শ্রদ্ধা। ১০১ বছর আগে ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার মেভিজু শহরে এ দিনে জন্ম নেলসন ম্যান্ডেলার। নেলসন ম্যান্ডেলার দীর্ঘ জীবনের প্রায় পুরোটাই কেটেছে বর্ণবাদবিরোধী আন্দোলনে। ২৭ বছর কারাভোগ করেছেন তিনি। ১৯৯৪ থেকে ১৯৯৯ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন ম্যান্ডেলা। রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেন ২০০৪-এ। ১৯৯৭ সালের ২৫ মার্চ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন ম্যান্ডেলা। ২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন ও স্বাধীনতার স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেছিলেন, স্বাধীনতা আর অধিকার আদায়ের সংগ্রামে বাংলাদেশের মানুষের সঙ্গে দক্ষিণ আফ্রিকার মানুষের অনেক মিল। লাখো মানুষের সেই সমাবেশে মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ম্যান্ডেলা দাবি জানিয়েছিলেন মানবতাবিরোধী অপরাধের বিচারের। ২০১৩ সালে বিশ্ববাসীকে কাঁদিয়ে চির বিদায় নেন বৈষম্যবিরোধী শান্তিকামী মানুষের নেতা নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার ১০১ তম জন্মবার্ষিকীতে নানা কর্মসূচি পালন করছে আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ।

Share Button

     এ জাতীয় আরো খবর