October 10, 2024, 6:13 pm

সংবাদ শিরোনাম
বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি

জাপানে অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিসংযোগে বহু হতাহত

জাপানে অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিসংযোগে বহু হতাহত

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

জাপানের কিয়োটোতে দেশের খ্যাতনামা এক অ্যানিমেশন স্টুডিওতে আগুন লেগে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছে কমপক্ষে ৩৫ জন। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক। স্টুডিওটিতে উদ্দেশ্যমূলকভাবে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন কিয়োটো দমকল বিভাগের কর্মকর্তা সাতোশি ফুজিওয়ারা। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে কিয়োটো অ্যানিমেশনের একটি তিনতলা ভবনে হঠাৎ করেই এক ব্যক্তি ঢুকে এক ধরনের দাহ্য পদার্থ ছড়িয়ে আগুন লাগিয়ে দেয়। সেখান থেকে আগুন ভবনের অন্যদিকে ছড়িয়ে পড়ে। ৪১ বছর বয়সী ওই সন্দেহভাজন ব্যক্তিও আগুনে দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে কিয়োডো সংবাদ সংস্থা। গার্ডিয়ান জানিয়েছে, কিয়োটো নগরীর ওই স্টুডিওতে আগুনের সূত্রপাতের প্রায় দুই ঘণ্টা পরেও আগুন জ¦লতে দেখা যায়। কিয়োটো দমকল বিভাগের এক মুখপাত্র জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ৩৫টি ফায়ার ইঞ্জিনসহ আগুন নেভানোর সরঞ্জামবাহী অন্যান্য কয়েকটি ছোট গাড়ি পাঠানোর দু’ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়। কিয়োটো অ্যানিমেশন তার উচ্চ মানসম্পন্ন অ্যানিমেশন প্রোডাকশনের জন্য বিখ্যাত। স্টুডিওটি নির্মিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সাউন্ড! ইউফোনিয়াম’, ‘আ সাইলেন্ট ভয়েস’ এবং ‘ভায়োলেট এভারগ্রিন’।

Share Button

     এ জাতীয় আরো খবর