October 10, 2024, 6:21 pm

সংবাদ শিরোনাম
বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি

মুম্বাই হামলার মূলহোতা পাকিস্তানে গ্রেপ্তার

মুম্বাই হামলার মূলহোতা পাকিস্তানে গ্রেপ্তার

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

২০০৮ সালের মুম্বাই হামলার মূলহোতা হাফিজ সাইদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। তাকে বিচারিক হেফাজতে রাখা হয়েছে। হাফিজ লাহোর সন্ত্রাস দমন আদালতে হাজিরা দেয়ার উদ্দেশ্যে লাহোর থেকে গুজরানওয়ালা যাচ্ছিলেন। পথে পাকিস্তানের পাঞ্জাব পুলিশের সন্ত্রাস দমন বিভাগের (সিটিডি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। সেখান থেকে আদালতে নিয়ে গেলে আদালত তাকে লাহোরের উচ্চ নিরাপত্তা বিশিষ্ট কোট লাখপাত কারাগারে পাঠান। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা এবং পাকিস্তানি দাতব্য গ্রুপ জামাতুদ-দাওয়ার প্রধান হাফিজ সাইদের বিরুদ্ধে পাকিস্তানে ২৩টি সন্ত্রাসের মামলা রয়েছে। ২০০৮-তে ভারতের মুম্বাইয়ে হওয়া সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীও তিনিই। কিন্তু ভারতের ওই কুখ্যাত জঙ্গি হামলায় সরাসরি অভিযুক্ত হওয়ার পরও হাফিজ সাইদকে পাকিস্তানে সবার সামনে ঘুরে বেড়াতে দেখা গেছে বলে জানিয়েছে এনডিটিভি। চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সরকার হাফিজের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ দায়ের করে। সিটিডি’র প্রথম প্রতিবেদনে জঙ্গিবাদে অর্থ যোগানো ও অর্থ পাচারসহ একাধিক অপরাধের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ২০১৭ সালে হাফিজ সাইদ ও তার ৪ সহযোগীকে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে পাকিস্তান সরকার আটক করে। কিন্তু পাঞ্জাবের জুডিশিয়াল রিভিউ বোর্ড তাদের বন্দীদশা বাড়ানোর আবেদন প্রত্যাখ্যান করে ১১ মাস পরই মুক্তি দিয়ে দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর