January 15, 2025, 9:27 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুরে স্বামীর অত্যাচার সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা

লালপুরে স্বামীর অত্যাচার সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি

 

নাটোরের লালপুরে স্বামীর শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে মিলি খাতুন(২৩) নামের এক গৃহবধু। মিলি খাতুন লালপুর উপজেলার নওদাপাড়া গ্রামে স্বামী হেলাল প্রাং ও একটি চার বছরের শিশু সন্তান নিয়ে বসবাস করতেন।

জানা গেছে, প্রায় আট বছর আগে মৃত তবিলের মেয়ে মিলি খাতুনের বিয়ে হয়। গত বৃহস্পতিবার স্বামীর স্ত্রীর মধ্যে ঝগড়া হলে স্ত্রীকে পেটায় পাষন্ড স্বামী। এরপর বেলা ২ টার দিকে নিজের শয়ন কক্ষে বিষপান করলে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রবিবার (১লা অক্টোবর) সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে উপজেলার দুয়ারিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মৃত তবিলের মেয়ে মিলি খাতুনের সাথে নওদাপাড়া গ্রামের তাজু প্রাং এর ছেলে হেলাল প্রাং এর বিয়ে হয়। হেলালের সাথে মাঝে মধ্যেই মিলির ঝগড়া হতো। মাঝে মাঝেই মিলিকে মারপিট করতো। গত বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরে হেলাল মিলিকে ব্যাপক মারপিট করেন। মারপিট করে হেলাল বাহিরে গেলে স্বামীর অত্যাচার সইতে না পেরে ক্ষোভে দু:খে সবার অগোচোরে মিলি বেলা ২ টার দিকে এ ঘটনা ঘটায়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর