লালপুরে স্বামীর অত্যাচার সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা
নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে স্বামীর শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে মিলি খাতুন(২৩) নামের এক গৃহবধু। মিলি খাতুন লালপুর উপজেলার নওদাপাড়া গ্রামে স্বামী হেলাল প্রাং ও একটি চার বছরের শিশু সন্তান নিয়ে বসবাস করতেন।
জানা গেছে, প্রায় আট বছর আগে মৃত তবিলের মেয়ে মিলি খাতুনের বিয়ে হয়। গত বৃহস্পতিবার স্বামীর স্ত্রীর মধ্যে ঝগড়া হলে স্ত্রীকে পেটায় পাষন্ড স্বামী। এরপর বেলা ২ টার দিকে নিজের শয়ন কক্ষে বিষপান করলে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রবিবার (১লা অক্টোবর) সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে উপজেলার দুয়ারিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মৃত তবিলের মেয়ে মিলি খাতুনের সাথে নওদাপাড়া গ্রামের তাজু প্রাং এর ছেলে হেলাল প্রাং এর বিয়ে হয়। হেলালের সাথে মাঝে মধ্যেই মিলির ঝগড়া হতো। মাঝে মাঝেই মিলিকে মারপিট করতো। গত বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরে হেলাল মিলিকে ব্যাপক মারপিট করেন। মারপিট করে হেলাল বাহিরে গেলে স্বামীর অত্যাচার সইতে না পেরে ক্ষোভে দু:খে সবার অগোচোরে মিলি বেলা ২ টার দিকে এ ঘটনা ঘটায়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।