ডাঃ হেদায়েত মাহমুদ সেতু কান্ড জ্ঞানহীন বক্তব্য
মহেশপুর প্রতিনিধি
ডাঃ হেদায়েত মাহমুদ সেতু মহেশপুরে ক্লিনিক গুলো সম্পর্কে বেমালুম কান্ড জ্ঞানহীন বক্তব্য দিলেন। জীবননগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হেদায়েত মাহমুদ সেতু । গত ৩০ শে সেপ্টেম্বর মহেশপুরে এক ক্লিনিকে অপারেশন করতে যান, কি অপারেশন করছেন বা এনেস্থিসিয়া ডাঃ কে আছেন, জানতে চাইলে তিনি পরিস্কার সাফ জানিয়ে দেন, মহেশপুর উপজেলার ২২টি ক্লিনিকের একটিতেও সার্বক্ষণিক ডাক্তার, ডিপ্লোমা সিস্টার, সেবাদানের উপযুক্ত কোন কিছুই নাই। সাধারণ মানুষ একটু সেবা পাচ্ছে এটাই যথেষ্ট। এখানে এনেস্থিসিয়া বা পরিস্কার -পরিচ্ছন্নতা কোন বিষয়ই না। স্বাস্থ্য বিভাগের নীতিমালা মানতে গেলে কোন ক্লিনিকেই অপারেশন করার মত সু-ব্যবস্থা নাই। আপনারা জনপ্রতিনিধি পারলে এসমস্ত ক্লিনিক মালিকদের বিরূদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। অপারেশন করা ডাক্তারদের দেখার দায়িত্ব শুধুমাত্র জেলা সিভিল সার্জনদের। আপনারা এবিষয়ে সিভিল সার্জনদের অবগত করুন। জীবননগর হইতে জিন্নাহনগর রোডের ক্লিনিক গুলি যাতায়াত ব্যবস্থা খুব সহজ হওয়ায়, নাম পরিচয় বিহীন ব্যক্তি ডাক্তার সেজে বেমালুম অপারেশন চালিয় যাচ্ছে।এ সমস্ত ক্লিনিক মালিকদের বিবেকে একটুও বাধে না, স্বাস্থ্য সেবা নিতে আসা মানুষের সাথে এহন প্রতারণা করতে। সাধারণ মানুষের দাবী জেলা সিভিল সার্জন এই সমস্ত অসাধু, ধান্দাবাজ ক্লিনিক ব্যবসায়ী দের ব্যবস্থা গ্রহণ করে যেন আর কোন শিশু না হয় মা হারা, আর কোন স্বামী না হয় স্ত্রী হারা, আর কোন বাবা, মা না সন্তান হারা।