July 27, 2024, 2:00 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

চৌদ্দগ্রামে পিকআপের পিছনে সিএনজি অটোরিকশার ধাক্কা, প্রবাসীসহ নিহত ২

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ ভ্যানের পিছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় বাহরাইন প্রবাসীসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন; মুন্সিরহাট ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মৃত আবদুর রহমান প্রকাশ বাচ্চু মিয়ার ছেলে প্রবাসী আইয়ুব আলী(৩৮) ও একই গ্রামের মৃত আফতাব উদ্দিন মাস্টারের ছেলে সিরাজ মিয়া(৬৮)। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় চৌদ্দগ্রাম-খিরনশাল আঞ্চলিক সড়কের যাত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে।চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার নাছির উদ্দিন জানান, সিএনজি অটোরিকশাটি খিরণশাল এলাকা থেকে বাজারে যাওয়ার পথে যাত্রাপুর নামক স্থানে ওষুধ কোম্পানীর পিকআপ ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটি পিকআপের পেছনে স্বজোরে ধাক্কা দিলে সামনের অটোরিকশার সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন প্রবাসী আইয়ুব আলী। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সিরাজ মিয়া নামের আরও একজন মারা যান। আহত অন্যদের একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ও আহতরা সিএনজি অটোরিকশার যাত্রী। পুলিশ দূর্ঘটনা কবলিত পিকআপ ও সিএনজি অটোরিকশা উদ্ধার শেষে থানায় নিয়ে যায়।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুন ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর